প্রতি সপ্তাহেই টিআরপি (TRP) প্রকাশ মানেই দর্শকমহলে নতুন উত্তেজনার সঞ্চার। নভেম্বরের প্রথম সপ্তাহের টিআরপি তালিকা (TRP List) প্রকাশ হতেই আবারও জমে উঠেছে ছোটপর্দার প্রতিযোগিতা। বৃহস্পতিবার, ৬ নভেম্বর প্রকাশিত এই নতুন তালিকায় স্পষ্ট হয়েছে— কিছু পুরনো ধারাবাহিক আবার শীর্ষে ফিরেছে, আবার কিছু নতুন গল্পও ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে দর্শকের মনে। বাংলা টেলিভিশনের রাজত্ব এখন যে কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক, তা আরও একবার প্রমাণ করে দিল এই সপ্তাহের পরিসংখ্যান।
এই সপ্তাহে প্রথম স্থান দখল করেছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘পরিণীতা'(Parineeta)। ধারাবাহিকটি ৬.৮ নম্বর পেয়ে ফের প্রমাণ করল, আবেগ আর বাস্তবতার মিশেলে লেখা গল্পই দর্শকের পছন্দের কেন্দ্রে। পারুল চরিত্রের দৃঢ়তা, সম্পর্কের জটিলতার সুন্দর উপস্থাপন, আর নিখুঁত সংলাপ পরিণীতাকে শীর্ষে রেখেছে। বিগত কয়েক সপ্তাহ ধরেই ধারাবাহিকটি টিআরপির তালিকায় সাফল্যের ধারা বজায় রেখেছে, যা এবার আরও দৃঢ় হলো।
দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার শক্তিশালী ধারাবাহিক ‘পরশুরাম: আজকের নায়ক’ (Parashuram: Ajker Nayak), ৬.৬ নম্বর নিয়ে। ন্যায় প্রতিষ্ঠার লড়াই, সমাজের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাধারণ মানুষের কাহিনি এই ধারাবাহিককে রোজ দর্শকের কাছে আরও প্রাসঙ্গিক করে তুলেছে। এই গল্পের শক্ত ভিত্তি এবং প্রাঞ্জল উপস্থাপনই এর জনপ্রিয়তার আসল কারণ বলে মনে করছেন দর্শকরা। তৃতীয় স্থানে সমান পয়েন্টে রয়েছে দুটি জনপ্রিয় ধারাবাহিক।
জি বাংলার ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri) এবং স্টার জলসার ‘রাঙামতি তীরন্দাজ’ (Rangamoti Tirandaj), উভয়েই ৬.৪ নম্বর পেয়েছে। জগদ্ধাত্রীর নারীচরিত্রকেন্দ্রিক গল্প এবং রাঙামতির আবেগঘন পারিবারিক গল্প আলাদা ধাঁচে দর্শক টানছে। দু’টি ধারাবাহিকই নিয়মিতভাবে দর্শকসংখ্যা ধরে রেখেছে, যা প্রমাণ করছে আজও গল্পের গুণমানই আসল শক্তি। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar), ৬.২ নম্বর নিয়ে।
সম্পর্কের টানাপোড়েন আর অনুভূতির আবহে গাঁথা এই গল্প দীর্ঘদিন ধরেই টেলিভিশনপ্রেমীদের মনে আলাদা জায়গা তৈরি করেছে। অন্যদিকে, পঞ্চম স্থানে রয়েছে দুটি ধারাবাহিক— জি বাংলার ‘ফুলকি’ (Phulki) এবং ‘দাদামণি’ (Dadamani), উভয়েই ৬.১ নম্বর পেয়েছে। পারিবারিক ও আবেগঘন গল্পের মিশেলে এই দুটি ধারাবাহিকও নিজেদের জায়গা শক্ত করছে। এদিকে, ট্রেন্ডিং তালিকাতেও নজর কাড়ছে একাধিক নাম। জি বাংলার নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’ (Kone Dekha Alo) ৪.৯ নম্বর নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে।
আরও পড়ুনঃ মায়ের রহস্য খুঁজতে গিয়ে ফাঁদে পা পারুলের! জ’ঙ্গি যোগ আর খু’নের ষড়’যন্ত্রে ফেঁসে গেল সে! দক্ষিণ ভারতীয়দের সঙ্গে গ্রে’প্তার সে, দেশদ্রো’হিতার অভিযোগে সাজা ঘোষণার আগে কি রায়ান উদ্ধার করতে পারবে তাকে?
পাশাপাশি স্টার জলসার দুই জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ (Anurager Chhowa) এবং ‘গৃহপ্রবেশ’ (Grihoprobesh) ৪.৫ নম্বর পেয়ে নিজেদের অবস্থান ধরে রেখেছে। এবার এক নজরে দেখে নেওয়া যাক এই সপ্তাহের টিআরপি তালিকা— TRP list of Bengali Television for 1st Week of November | 06th Nov | Thursday | BT •• পরিণীতা 6.8
2nd •• পরশুরাম 6.6
3rd •• জগদ্ধাত্রী , রাঙামতি 6.4
4th •• চিরদিনই তুমি যে আমার 6.2
5th •• ফুলকি , দাদামণি 6.1
Trending
কনে দেখা আলো 4.9
অনুরাগের ছোঁয়া + গৃহপ্রবেশ 4.5
