জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“কোয়েলের জন্য আমার খারাপ লেগেছিল”— শুটিং ফ্লোরে এমন কী ঘটান নায়িকা, যার জন্য পরিচালক রবি কিনাগির কাছে তীব্র বকা খান টলি কুইন কোয়েল? দেবের আবেগঘন স্বীকারোক্তিতে সামনে এলো পর্দার আড়ালের অজানা কাহিনি!

টলিউড মানেই তারকাখচিত দুনিয়া, যেখানে প্রতিটি সিনেমা, প্রতিটি সম্পর্কেই লুকিয়ে থাকে নতুন গল্প। এই ইন্ডাস্ট্রিতে যেমন প্রতিযোগিতা রয়েছে, তেমনই রয়েছে বন্ধুত্ব আর সহযাত্রার কাহিনি। নায়ক-নায়িকার জুটিগুলি যেমন পর্দায় দর্শকের মন জয় করে, তেমনই তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও আলোচনার শেষ নেই। আর সেই তালিকার একেবারে শুরুতেই রয়েছেন দেব ও কোয়েল মল্লিক।

অভিনেতা হিসেবে দেবের পরিচয় এখন শুধু টলিউড নয়, সমগ্র বাংলার দর্শকের কাছে বিশেষ। রাজনীতি থেকে সিনেমা—সব ক্ষেত্রেই নিজের জায়গা পাকা করেছেন এই নায়ক। ‘প্রেমের কাহিনী’, ‘খাদান’, ‘ধুমকেতু’, ‘পরান যায় জ্বলিয়া রে’—একটার পর একটা হিট ছবির মাধ্যমে দেব প্রমাণ করেছেন তাঁর জনপ্রিয়তা। তাঁর সহজ সরল স্বভাব এবং স্পষ্ট বক্তব্যের জন্যও দর্শক তাঁকে আলাদা করে ভালোবাসেন।

দেব ও কোয়েল মল্লিকের জুটি একসময় ছিল টলিউডের সবচেয়ে জনপ্রিয় জুটিগুলির মধ্যে একটি। ‘প্রেমের কাহিনী’ দিয়ে শুরু, তারপর ‘পাগলু’, ‘মন মানে না’—প্রতিটি ছবিতে এই জুটির রসায়ন দর্শকদের মনে দাগ কেটেছিল। যদিও বর্তমানে তাঁরা একসঙ্গে কাজ করছেন না, তবুও তাঁদের বন্ধুত্ব ও সম্পর্ক নিয়ে এখনো চর্চা থামেনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবকে যখন জিজ্ঞেস করা হয়েছিল—টলিউডে যাঁদের ছাড়া এই ইন্ডাস্ট্রিকে কল্পনা করা যায় না, তখন বিনা দ্বিধায় তিনি প্রথমেই নেন কোয়েল মল্লিকের নাম। দেবের কথায়, “কোয়েল টলিউডের গসিপ কুইন, ওর সঙ্গে আমি সব কথা শেয়ার করতে পারি।”

দেব আরও জানান, যখন তিনি নতুন ছিলেন, তখন কোয়েল তাঁকে অসংখ্য বিষয়ে সাহায্য করেছেন। এমনকি ‘প্রেমের কাহিনী’ ছবির সময় অনিক সিন বোঝাতে না পারলে কোয়েল নিজে শেখাতেন। দেব হাসতে হাসতে বলেন, “সেই সময় কোয়েল রবি কিনাগির কাছে বকা খেয়েছিল আমার জন্য, ওর খারাপ লাগলে আমারও খারাপ লাগত।” এই ছোট্ট কথাতেই ফুটে ওঠে দুই তারকার অদৃশ্য বন্ধনের উষ্ণতা, যা আজও দর্শকদের মনে রয়ে গেছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page