জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“একটা ছোট ভুলই নায়কের পরিচয় বদলে দেয়!” সোশ্যাল মিডিয়ার ট্রোলিং নিয়ে বিস্ফো’রক মন্তব্য ‘গৃহপ্রবেশ’-এর আদৃত অর্থাৎ সুস্মিত মুখার্জির, ক্ষোভ উগরে দিলেন নেটিজেনদের নিষ্ঠুর সমালোচনার বিরুদ্ধে! “দিনরাত পরিশ্রম করেও শেষমেশ পেতে হয় তিরস্কার, আজকাল ট্রোলিং যেন জীবনেরই অংশ!”-জানালেন অভিনেতা!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গৃহপ্রবেশ এখন দর্শকদের অন্যতম প্রিয় সিরিয়াল। পারিবারিক গল্প, সম্পর্কের টানাপোড়েন এবং আবেগের মিশ্রণে তৈরি এই ধারাবাহিক অল্প সময়েই দর্শকের পছন্দের তালিকায় নিজের জায়গা করে নিয়েছে। প্রতিটি চরিত্রের বাস্তবসম্মত উপস্থাপনা দর্শকদের মন জয় করেছে। কিন্তু সবকিছু ভালোর মধ্যেই বর্তমানের সোশ্যাল মিডিয়ার ট্রোলিং নিয়ে মুখ খুলেছেন পর্দার আদৃত অর্থাৎ অভিনেতা সুস্মিত মুখার্জি।

আজকের দিনে সোশ্যাল মিডিয়া শুধু বিনোদনের মাধ্যম নয়, মানুষের মতামত প্রকাশেরও অন্যতম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে। এখানে মুহূর্তের মধ্যে কেউ প্রশংসার পাত্র হতে পারেন, আবার অন্যদিকে ট্রোলিং-এর শিকারও হতে হয়। এই ট্রোল কালচার এখন এক গভীর সামাজিক বাস্তবতা, যা অনেক সময় শিল্পী বা জনমানুষের মানসিকতাকে প্রভাবিত করে।

‘গৃহপ্রবেশ’-এর নায়ক আদৃত অর্থাৎ অভিনেতা সুস্মিত মুখার্জি বর্তমানে টেলিভিশন দুনিয়ার অন্যতম জনপ্রিয় মুখ। সহজ-সরল স্বভাব ও পরিশ্রমী মানসিকতার জন্যই তিনি সহকর্মী থেকে দর্শক—সবার কাছেই সমাদৃত।

সম্প্রতি ট্রোলিং প্রসঙ্গে মুখ খুলে সুস্মিত বলেন, “আজকাল সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং একটা পার্ট হয়ে গিয়েছে জীবনের। কেউ কিছু করলেই সেটাকে নিয়ে হাসাহাসি শুরু হয়। বাংলা সিরিয়াল হোক বা সিনেমা, এত পরিশ্রম করার পরেও যখন মানুষ ট্রোল করে, সেটা ভালো লাগে না।” তাঁর কথায় স্পষ্ট, শিল্পী হিসেবে তিনি এই নেতিবাচক দিকটিকে মেনে নিচ্ছেন, কিন্তু পছন্দ করেন না।

অভিনেতা আরও বলেন, “একটা ছোট ভুল বারবার করে হাইলাইট করা হয় সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পরের ভালো কাজগুলো কেউ দেখেন না। সেই পুরনো ভুল নিয়েই দিনের পর দিন ট্রোল চলতে থাকে।” নিজের বক্তব্যে তিনি বোঝাতে চেয়েছেন, যতই নেগেটিভ কমেন্ট আসুক, ইতিবাচক দৃষ্টিভঙ্গি ধরে রাখাই শিল্পীর আসল শক্তি।

Piya Chanda