জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অসুস্থতা কাটিয়ে শুটিং ফ্লোরে ফিরলেন জীতু! ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে বন্ধুকে ফিরে পেয়ে উচ্ছ্বাস কিঙ্কর অভ্রজিতের

অবশেষে শুটিং ফ্লোরে ফিরলেন অভিনেতা জীতু কমল। অসুস্থতার কারণে কয়েকদিন বিরতি নিতে হয়েছিল তাঁকে, তবে এখন তিনি সম্পূর্ণ সুস্থ। মঙ্গলবার থেকে ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে ফেরার কথা ছিল তাঁর—সূত্র বলছে, সেই খবর সত্যি। দর্শকদের প্রিয় আর্য সিংহ রায় ফিরে আসছেন নিজের জায়গায়, অর্থাৎ টেলিভিশনের পর্দায় আবার শুরু হচ্ছে সেই জাদু।

ধারাবাহিকের গল্পে কিছুদিন ধরে দেখানো হচ্ছিল, নায়ক আর্যকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাঁর অনুপস্থিতিতে দর্শকও যেন কিছুটা অসম্পূর্ণ বোধ করছিলেন। অবশেষে সেই প্রতীক্ষার অবসান। জীতুর ফিরে আসার খবরে খুশির হাওয়া বইছে পুরো টিমে। সহ-অভিনেতা থেকে শুরু করে টেকনিশিয়ান—সবাই অপেক্ষায় ছিলেন কখন আবার শটের মাঝে দেখা যাবে জীতুর পরিচিত হাসি।

জীতুর সঙ্গে পর্দায় যেমন chemistry দারুণ, তেমনই অফ-স্ক্রিনেও তাঁর সঙ্গে বন্ধুত্ব জমে উঠেছে সহ-অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তীর। পর্দায় তিনি কিঙ্কর চরিত্রে অভিনয় করছেন। জীতুর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই তিনিও উদ্বেগ প্রকাশ করেছিলেন। এখন সহকর্মীকে আবার সেটে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অভ্রজিৎ বলেন,

“একসঙ্গে কাজ করতে সব সময়ই ভাল লাগে। দৃশ্যগুলো আরও প্রাণবন্ত হয়। কিছুদিন আগে দিতিপ্রিয়া অসুস্থ হয়েছিল, এখন জীতু। একের পর এক যাচ্ছে! সবাই সুস্থ থাকুক, একসঙ্গে কাজ করতে পারলেই সবচেয়ে বেশি তৃপ্তি পাই।”

এই মুহূর্তে গল্পে কিঙ্কর আর্যর খোঁজে ব্যস্ত। অন্যদিকে অপর্ণাও মরিয়া আর্যকে খুঁজে বের করতে। জীতুর ফিরে আসায় গল্পেও আসছে নতুন মোড়, যা নিয়ে উচ্ছ্বসিত দর্শকরা।

সব মিলিয়ে, ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে ফের প্রাণ ফিরে এসেছে। দর্শকদের ভালোবাসায় ঘেরা প্রিয় নায়ক যখন ফিরছেন, তখন সবার চোখেই একটাই আশা—আগামী দিনগুলোয় আরও প্রাণবন্ত হবে এই সিরিয়ালের পর্দার গল্প আর পর্দার বাইরের বন্ধুত্বও।

Piya Chanda