জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকের তালিকায় এখন সেরা পাঁচে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta)। অল্প সময়েই দর্শকের মনে দাগ কেটে ফেলেছে এই ধারাবাহিকের দুই বোন নিশা আর উজি। গল্পের শুরু থেকেই প্রেম, প্রতিশোধ, দুই বোনের ভালোবাসা আর ভুল বোঝাবুঝির মিশেলে তৈরি প্রতিটি পর্ব এখন এমন জায়গায় পৌঁছেছে, যেখানে প্রতিটি নতুন পর্বই দর্শকের জন্য নতুন উত্তেজনা নিয়ে আসছে। ধারাবাহিকের গল্পের শুরু হয়, বিয়েতে বাবাকে হারিয়ে নিশার প্রতিশোধের প্রতিশ্রুতি দিয়ে।
সে মনে করে ঋষি ব্যানার্জির পরিবারই তার বাবার মৃ’ত্যুর জন্য দায়ী। সেই রাগ থেকেই জন্ম নেয় প্রতিশোধের আগুন। নিশা ঠিক করে, এই পরিবারকেই সে ধ্বংস করবে, আর বাবার মৃ’ত্যুর বদলা নেবে। বোন উজিকে পাশে পায় সে, কিন্তু উজির মনে অজানা এক ভয়— এই প্রতিশোধের খেলায় কোথাও যেন তার জীবনই না জড়িয়ে যায়। পরিকল্পনা অনুযায়ী, উজির সঙ্গে ঋষির মিথ্যে বিয়ের আয়োজন হয়, যাতে সুযোগ মতো টাকা ও সোনা লুট করে তারা পালিয়ে যেতে পারে। তবে ভাগ্য যেন নিশার পাশে দাঁড়ায়নি।
পরিকল্পনা নিখুঁত মনে হলেও সবকিছু একে একে গিয়ে উল্টো পথে ঘুরে দাঁড়ায়। সম্প্রতি সম্প্রচারিত পর্বে দেখা যায়, গয়নার গোডাউন থেকে চুরি করে ফেরার পথে ভয়াবহ দুর্ঘ’টনার কবলে পড়ে নিশা। একই সময়ে উজির বিয়ের রীতি সম্পন্ন হচ্ছে, আর ঋষি তার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে। সেই দৃশ্যই গল্পে এনেছে এক চরম মোড়। আহত নিশা যখন ফিরে আসে, তখন বোনের মাথায় সিঁদুর দেখে জ্ঞান হারিয়ে ফেলে। দর্শকের মনে তৈরি হয় প্রশ্ন— এই মুহূর্ত থেকে গল্প কোন পথে এগোবে?
উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ধারাবাহিকের সদ্য প্রকাশিত নতুন প্রোমো। সেখানে দেখা যায়, মধুচন্দ্রিমার জন্য ঋষি ও উজি একটি গ্রামে এসেছে। উজির শহরের কোলাহল পছন্দ না বলে, তাকে নিয়ে শান্ত পরিবেশে সময় কাটাতে এসেছে ঋষি। একটি কৃষকের গাড়িতে চেপে তারা গ্রাম ঘুরে দেখছে, এমন সময় হঠাৎ গাড়ির চাকা কাদায় আটকে যায়। চালক সাহায্য চাইলে ঋষি নেমে পড়ে, কিন্তু মুহূর্তের মধ্যে কিছু লোক এসে তাকে অপহরণ করে নিয়ে যায়।
আরও পড়ুনঃ ‘আরাত্রিকা ছেলেদের ইমোশন নিয়ে খেলতে ভালোবাসে!’— পর্দার নায়িকা সম্পর্কে বি’স্ফো’রক মন্তব্য ধারাবাহিকের নায়কের! একসঙ্গে এত ভালো কেমিস্ট্রি, তবুও কেন এমন অভিযোগ আনলেন তিনি? অভিনেত্রীর নীরবতা বাড়াচ্ছে রহস্য, নেটপাড়ায় বিতর্কের ঝড়!
উজি আতঙ্কে চারপাশে খুঁজতে থাকে স্বামীকে, কিন্তু শেষে দেখা যায়— সেই চালক রূপী মানুষটি আসলে নিশা! প্রতিশোধের নেশায় সে এখন আর বোনের প্রতিও দয়া দেখাতে রাজি নয়। এই প্রোমো প্রকাশের পর থেকেই দর্শক মহলে উত্তেজনা তুঙ্গে। কেউ বলছেন, “এবার বোনই দিদির বিরুদ্ধে দাঁড়াবে।” আবার কেউ মনে করছেন, নিশার রাগের পেছনে লুকিয়ে আছে অজানা যন্ত্রণা, যা গল্পকে নতুন পথে নিয়ে যাবে। নিশা কি সত্যিই উজির সিঁথির সিঁদুর কেড়ে নেবে, না কি শেষমেশ ভালোবাসাই মুছে দেবে প্রতিশোধের আগুন?
