জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“জিতলেই ফিফটি পার্সেন্ট টাকা আমি দান করে দেব সমাজে আর্থিক সংকটে থাকা মানুষদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য” অকপট ‘ছোট ব‌উ’ দেবিকা মুখার্জি! ‘লাখ টাকার লক্ষী লাভ’ এর মঞ্চে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন অভিনেত্রী!

টালিগঞ্জের আলোর ঝলকানি অনেককেই রাতারাতি তারকা করে তোলে। পর্দায় একের পর এক চরিত্রে নিজেদের মেলে ধরে অভিনেতা-অভিনেত্রীরা জায়গা করে নেন দর্শকের মনে। কিন্তু সময়ের স্রোতে অনেকেই হারিয়ে যান, নতুন মুখেদের ভিড়ে কোথাও যেন মিলিয়ে যায় তাদের অস্তিত্ব। তবুও কিছু নাম আছেন, যাঁরা দীর্ঘদিন কাজ না করলেও দর্শকের স্মৃতিতে অমলিন হয়ে থাকেন।

তেমনই এক নাম দেবিকা মুখার্জি। আশির দশকের শেষের দিকে অঞ্জন চৌধুরির ‘ছোট বউ’ ছবির মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা কুড়িয়েছিলেন তিনি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে অভিনীত সেই চরিত্র আজও দর্শকের মনে গেঁথে আছে। তাই এখনও বহু মানুষ তাঁকে নাম ধরে নয়, ‘ছোট বউ’ বলেই চেনেন। বছর খানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজ দেখে অনুপ্রাণিত হয়ে তিনি রাজনীতিতেও পা রেখেছেন। তবুও তাঁর মন পড়ে থাকে টালিগঞ্জের পুরনো স্টুডিওপাড়া আর সেখানে কাটানো দিনগুলোর স্মৃতিতে।

সম্প্রতি আবার জনসমক্ষে দেখা মিলেছে এই জনপ্রিয় অভিনেত্রীর। সান বাংলার ‘লাখ টাকার লক্ষী লাভ’ মঞ্চে হাজির হয়েছিলেন দেবিকা। অনুষ্ঠানটি যেখানে শুধু খেলা নয়, সঙ্গে সমাজসেবারও একটি বড় উদ্দেশ্য জড়িয়ে থাকে—সেই জায়গা থেকেই নিজের ব্যক্তিগত অনুভূতি ভাগ করে নিলেন তিনি।

খেলায় অংশ নিতে গিয়ে দেবিকা জানান, যে অর্থ তিনি জিতবেন তার ৫০ শতাংশ সরাসরি দান করে দেবেন সমাজের সেইসব মানুষকে, যাঁরা আজ সবচেয়ে কঠিন আর্থিক সংকটের মুখে দাঁড়িয়ে। তাঁর কথায়—রোজকার জীবনে নানা জায়গায় যান, নানা মানুষকে দেখেন, আর সেখানেই চোখে পড়ে বহু মানুষের অসহায়তা। তাই এই অর্থ দিয়ে অন্তত কিছু মানুষের পাশে দাঁড়ানো তাঁর দায়িত্ব বলেই মনে করেন তিনি।

এখানেই শেষ নয়, বাকি ৫০ শতাংশ অর্থও দেবিকা ব্যবহার করবেন মানবিক কাজে। যাদের সঙ্গে পথে দেখা যায়, যাদের অবস্থার করুণ চিত্র তাঁকে ভাবায়—তাদেরই হাতে পৌঁছে দেবেন সেই সাহায্য। বহু বছর পরে পর্দার বাইরেও নিজের কাজের মাধ্যমে সমাজে আলো ছড়াচ্ছেন ‘ছোট বউ’। তাই সময় বদলালেও দেবিকা মুখার্জি যে এখনও মানুষের হৃদয়ে নিজের আলাদা জায়গা ধরে রেখেছেন, তা আবারও প্রমাণিত হল।

Piya Chanda