জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনি তুমি যে আমার’ শুরু থেকেই দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। রোম্যান্স, পরিবার, আবেগ—সব মিলিয়ে সিরিয়ালটি ঘরোয়া বিনোদনের কেন্দ্রে পরিণত হয়েছিল। কিন্তু ধারাবাহিক যত এগোচ্ছে, ততই সামনে আসছে ক্যামেরার পেছনের নানা অস্বস্তিকর ঘটনা। দর্শকরা যেখানে অনস্ক্রিন প্রেম দেখছেন, সেখানে অফস্ক্রিন বিরোধ নাকি বাড়ছে প্রতিদিন।
আগেই সামনে এসেছিল নায়ক জিতু কমল ও নায়িকা দিতিপ্রিয়া রায়ের মধ্যে মনোমালিন্যের খবর। দিতিপ্রিয়ার অভিযোগ ছিল, নায়ক নাকি রাতবিরেতে তাঁকে আপত্তিকর বার্তা পাঠাতেন। সেই নিয়ে তুমুল বচসা, এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁদের হোয়াটসঅ্যাপ চ্যাট পর্যন্ত ফাঁস হয়ে যায়। অনেকেই ভেবেছিলেন ঝামেলা মিটে গেছে, কিন্তু ভিতরে ভিতরে মনোমালিন্য থেকেই গিয়েছে।
পরিস্থিতি আরও জটিল হয় যখন দিতিপ্রিয়া স্পষ্ট জানিয়ে দেন—ঘনিষ্ঠ বা রোম্যান্টিক দৃশ্যে কোনওভাবেই স্পর্শ করা যাবে না। ক্যামেরার কারসাজিতে কিছু দিন কাজ চললেও জিতু নাকি এতে অপমানিত বোধ করেন। তাঁর দাবি, প্রযোজনা সংস্থা সবসময় একপেশে আচরণ করেছে। এই অশান্তির জেরেই শুটিং বারবার থমকে যাচ্ছে, ধারাবাহিক শেষ হয়ে যাওয়ার আশঙ্কাও দেখা দিচ্ছে।
এবার সোশ্যাল মিডিয়ায় নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে এক দর্শকের দীর্ঘ পোস্ট। সেখানে দিতিপ্রিয়ার বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে বলা হয়েছে—তিনি নাকি ইচ্ছাকৃত নাটক তৈরি করছেন, রোম্যান্টিক দৃশ্য এড়াতে নতুন সমস্যা তৈরি করছেন। এমনকি দাবি করা হয়েছে, দেবী চৌধুরাণী বা রাসমণি—অতীত কাজেও তিনি সহঅভিনেতাদের সাথে একই ধরনের সমস্যা তৈরি করেছিলেন। কিছু দর্শক তো সরাসরি বলছেন, দিতিপ্রিয়ার কারণে শুটিং বন্ধ হচ্ছে, তাই তাঁকে বদলে নতুন নায়িকা আনা উচিত।
আরও পড়ুনঃ সহ-অভিনেত্রীর অশান্তি আর দীর্ঘদিনের টানাপোড়েনে সরে দাঁড়ালেন জিতু! বদলে যাচ্ছে ‘আর্য সিংহ রায়’-এর মুখ, একাধিক অভিযোগে ক্ষুব্ধ তিনি ফিরছেন না আর! এবার থেকে দিতিপ্রিয়ার বিপরীতে আর্য হয়ে ফিরছেন এই জনপ্রিয় অভিনেতা!
আরও অভিযোগ এসেছে দিতিপ্রিয়া নাকি ঠিকমতো নাচ, রোম্যান্স বা অভিনয় কোনও কিছুতেই মন দিতে পারছেন না, তাই গল্পও এগোতে পারছে না। যদিও এই দাবিগুলোর সত্যতা এখনো প্রমাণিত নয়, তবুও সোশ্যাল মিডিয়ার কটাক্ষের ঝড়ে ধারাবাহিকের ভবিষ্যৎ ঘিরে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। দর্শকদের বড় অংশই এখন জানতে চান—এত বিতর্কের মাঝে ‘চিরদিনি তুমি যে আমার’ কি সত্যিই আগেভাগেই শেষ হয়ে যাবে, নাকি বদল আনা হবে চরিত্রের ক্ষেত্রে?
