বছরভর ইন্দ্রজালে সবাইকে চমকে দেওয়া সরকার বাড়িতে এবার বাস্তবেই ঘটতে চলেছে এক অন্য রকম ম্যাজিক! পি.সি. সরকার জুনিয়রের (P.C Sorcar Jr) পরিবারে আজকাল যেন উৎসবের হাওয়া। সরকার পরিবারের মেয়েরা সবসময়ই নিজেদের মতো করে জীবন উপভোগ করেছেন। পারিবারিক খ্যাতি এবং নামের বাইরেও তাঁদের পরিবারে যে সরলতা আর আন্তরিকতা আছে, সেটা চারপাশের মানুষকে অবাক করে। আর সেই আন্তরিকতার মধ্যেই চলছিল প্রস্তুতি, যদিও কেউ মুখে বলছিলেন না। তবুও বোঝা যাচ্ছিল কিছু একটা বড়ো খবর আসতে চলেছে।
তবে খুশির খবর কি মিলল অবশেষে? প্রসঙ্গত, সরকার পরিবারের তিন মেয়ের উপযুক্ত পাত্র খোঁজার প্রসঙ্গ মাঝেমধ্যেই খবরের শিরোনাম দখল করত। তাদের মধ্যেই মৌবনী সরকারকে মানুষ চেনেন তাঁর একটু লাজুক, একটু সংযত, আবার নিজের মতো করে দৃঢ় অবস্থানের জন্য। দীর্ঘদিন ধরে জাদুর পরিবারের পরিবেশে বড় হওয়া এই মেয়ের কাছে সম্পর্ক মানে ছিল বোঝাপড়া আর মতের মিল খুঁজে পাওয়া। নতুন কাউকে জীবনে গ্রহণ করার আগে তিনি সেই মানসিক স্বস্তিটাই খুঁজছিলেন।
পরিবারও তেমনই কোনও তড়িঘড়ি সিদ্ধান্ত নয়, সবই সময় নিয়ে, শান্তভাবে করেছে। তাই পাত্র বিজ্ঞাপনের খবর চাউর হলেও পরিবার এই নিয়ে খুব একটা বাড়াবাড়ি করেনি, সবটাই ঘটছিল নিজস্ব গতিতে। এদিকে মৌবনীর জীবনেও অনেক দিন ধরেই চলছিল নতুন অধ্যায়ের প্রস্তুতি, যদিও তিনি সেটা স্পষ্ট করে বলেননি কখনও। সাহিত্য থেকে চিত্রকলায়, বাঙালিয়ানা থেকে আধুনিক রুচিবোধের প্রতি তাঁর টান বরাবরই ছিল। ফলে এমন একজন সঙ্গী খুঁজছিলেন যিনি তাঁর এই সংবেদনশীলতা আর রুচির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবেন।
এই মুহূর্তে খবর, পরিবারের প্রস্তুতি অবশ্য চুপিসারে অনেক দূর এগিয়ে গিয়েছে। তিন বোন– মৌবনী, মানেকা এবং মুমতাজ, এখন পুরোটা সময় একে অপরকে নিয়ে দারুণ ব্যস্ত। কেউ কেনাকাটা নিয়ে ব্যস্ত, কেউ আবার অনুষ্ঠান নিয়ে খুঁটিনাটি ঠিক করছেন। বিয়ে মানেই যে শুধুই আনুষ্ঠানিকতা নয়, বরং পরিবারের মধ্যে এক আনন্দ, সরকার বাড়ির পরিবেশ ঠিক তেমনই। বেনারসি ঠিক করার আলোচনা চলছে একদিকে, অন্যদিকে চলছে আইবুড়োভাতের প্লেটে সাজানোর পরিকল্পনা।
আরও পড়ুনঃ বিনোদন জগতে ফিরছে সুপ্রিয় পরিবারের সুরের জাদু! বাবুল সুপ্রিয়র বড় মেয়ে ইতিমধ্যেই প্রীতমের টিমে কাজের সুযোগ পেয়েছে, ছোট মেয়েও নিয়মিত তালিমে মন দিয়েছে—তাহলে কি বাবার পথেই তৈরি হচ্ছে দুই উত্তরাধিকারী গায়িকা?
ঠিক হচ্ছে বিয়েতে মাছ-মাংস-মিষ্টির মেনু। সব মিলিয়ে বাড়িতে এখন সরগরম, কিন্তু কোনও বাড়াবাড়ি নেই। সবকিছুই চলছে প্রচারের বাইরে, খুব স্নিগ্ধভাবে। তবে বিয়েটা কার? সরকার বাড়ির বড় মেয়ে মৌবনী সরকার বিয়ে করতে চলেছে পাত্র সৌম্য রায়কে। যাঁকে পরিবার বিজ্ঞাপন দিয়ে দেখাশোনা মারফতই পেয়েছে। পাত্র সৌম্য পেশায় একজন গবেষক। বহু বছর বিদেশে থাকার পর এখন কলকাতায় কাজ করছেন। মৌবনী এতদিন যে মানসিক মিলটা খুঁজছিলেন, সৌম্যের মধ্যেই পেয়েছেন। বাঙালি রীতিতেই বিয়ে হবে ৩০ নভেম্বর, আয়োজন হচ্ছে কলকাতাতেই।
