বিনোদন জগতের অভিনেতা–অভিনেত্রী হোক বা গায়ক–গায়িকা, তাঁদের সন্তানেরাও যে একই পথে হাঁটেন বা অন্তত সেই দিকেই ঝোঁক থাকে—এটা বহুদিনের চল। ছোট থেকেই আলো–আঁধারের দুনিয়া, স্টুডিওর ব্যস্ততা, রিহার্সালের সুর–তাল—এসবের মধ্যে বড় হয়ে ওঠা সন্তানদের অনেক সময়ই স্বাভাবিকভাবে আকর্ষণ তৈরি হয় সেই জগতের প্রতি। সঙ্গীত বা অভিনয়ের প্রতি আগ্রহ তাই যেন জন্মগতভাবেই তৈরি হয়।
বাঙালি সংগীত জগতের অন্যতম পরিচিত নাম বাবুল সুপ্রিয়। প্লেব্যাক গায়ক হিসেবে দীর্ঘদিন বলিউডে কাজ করেছেন, আবার বাংলা গানেও তাঁর জনপ্রিয়তা ছিল যথেষ্ট। পরবর্তীতে রাজনীতিতেও সক্রিয় হয়েছেন তিনি। তবে গানের প্রতি তাঁর প্রেম কোনওদিন কমেনি। স্টেজ শো হোক বা বিশেষ অনুষ্ঠান—বাবুল এখনও তাঁর সুরেই দর্শককে মাতিয়ে দেন। ঠিক সেই ভালোবাসাটাই যেন নিজের মেয়েদের কাছেও পৌঁছে দিয়েছেন তিনি।
বাবুল সুপ্রিয়র মেয়েরাও ধীরে ধীরে গান শিখছে এবং সুরের পথে নিজেদের তৈরি করে তুলছে। বড় মেয়ে শৈশব থেকেই সংগীতের প্রতি আগ্রহী। বাবার সঙ্গে বিভিন্ন সময় গান অনুশীলন করেছে, আবার কখনও রিহার্সাল রুমে পাশে দাঁড়িয়ে শুনেছে, দেখেছে—কীভাবে গান তৈরি হয়। বাবুলের কথায়, মেয়েদের মধ্যে তিনি এমন একটা টান দেখেন, যা তাঁকে নিজের প্রথম দিনের কথা মনে করিয়ে দেয়।
বড় মেয়ে ইতিমধ্যেই প্রীতমের সঙ্গে কাজ করছে। এবং আলিয়া ভাটের মুভিতে তার গান রয়েছে। বর্তমান প্রজন্মের সবচেয়ে জনপ্রিয় সংগীত পরিচালক প্রীতমের সঙ্গে কাজ করা যে কোনও উঠতি শিল্পীর জন্যই বড় সুযোগ। বাবুল তাই স্বাভাবিকভাবেই খুশি। মেয়ের এই এগিয়ে চলা তাঁকে গর্বিত করেছে, আর তিনি চান মেয়েটি নিজের মতো করে জায়গা তৈরি করে নিক।
আরও পড়ুনঃ দীর্ঘ অপেক্ষার অবসান, ছোটপর্দায় বড় প্রত্যাবর্তন! লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে নতুন ধারাবাহিকে ফিরছেন ‘মিঠাইরানী’ সৌমিতৃষা কুন্ডু? একেবারে অন্য রূপে, সামাজিক বার্তায় ভরপুর চরিত্রে রয়েছে একাধিক চমক!
ছোট মেয়েও গান শেখা শুরু করেছে নিয়মিত। বাবুল নিজেই মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তার গানের অনুশীলনের ভিডিও শেয়ার করেন। সুরের প্রতি ছোট মেয়ের আগ্রহ দেখে তিনি আরও উৎসাহ দেন। বাবুলের নিজের ভাষায়—‘সঙ্গীত যদি ওদের নিজের পথ হয়ে ওঠে, তার চেয়ে বড় আনন্দ আর কিছু নেই।’
