জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দীর্ঘ অপেক্ষার অবসান, ছোটপর্দায় বড় প্রত্যাবর্তন! লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে নতুন ধারাবাহিকে ফিরছেন ‘মিঠাইরানী’ সৌমিতৃষা কুন্ডু? একেবারে অন্য রূপে, সামাজিক বার্তায় ভরপুর চরিত্রে রয়েছে একাধিক চমক!

চলতি বছরে টেলিপাড়ায় একের পর এক নতুন ধারাবাহিক ঘিরে অদ্ভুত উত্তেজনা তৈরি হয়েছে। এরই মধ্যে দর্শকদের নতুন করে কৌতূহল, কারণ বহুদিন পর নাকি ছোটপর্দায় ফিরছেন মিঠাইরানী ‘সৌমিতৃষা কুন্ডু’ (Soumitrisha Kundu)! যাকে ‘মিঠাই’ হিসেবে মানুষ এখনও পরিচয় দেন। তবে এইবার তিনি সম্পূর্ণ আলাদা রূপে হাজির হবেন। চরিত্র নিয়েও নাকি রয়েছে বেশ কিছু চমক, এমনটাই শোনা যাচ্ছে। দর্শকেরা যে তাঁর প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন, তা গত কয়েক মাসের আলোচনা থেকেই স্পষ্ট ছিল।

এখন সেই অপেক্ষা ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে। টেলিভিশন ইন্ডাস্ট্রির ভেতরে বেশ আগে থেকেই ফিসফিস চলছিল, সৌমিতৃষা কোনও বড় প্রজেক্ট দিয়েই কামব্যাক করতে চান। বড়পর্দায় কাজ করার পাশাপাশি তিনি নাকি এমন একটি ধারাবাহিকেই ফিরবেন, যেখানে তাঁর অভিনয় দক্ষতার নতুন দিক দেখা যাবে। এর মধ্যেই নানা জল্পনা-কল্পনার শেষে অবশেষে খবর, লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন গল্পে দেখা যাবে তাঁকে!

এই খবর প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে তাঁর অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। প্রসঙ্গত, লীনা গঙ্গোপাধ্যায় দীর্ঘদিন ধরেই সামাজিক বিষয়কে গল্পের কেন্দ্রে রেখে কাজ করে আসছেন। তাঁর প্রতিটি ধারাবাহিকেই থাকে মানুষের জীবনের নানা টানাপোড়েন, সম্পর্কের বাঁক আর সমাজের আড়ালে লুকিয়ে থাকা বাস্তব ছবি। নতুন এই ধারাবাহিকেও কিছু তেমনই থাকছে বলে জানা যাচ্ছে। তবে গল্প কী, চরিত্র কতটা গভীর বা জটিল, এসব বিষয়ে এখনো বিশেষ কিছু জানা যায়নি।

সম্ভবত চ্যানেল কর্তৃপক্ষ চাইছেন প্রথম থেকেই দর্শকের কৌতূহল ধরে রাখতে। এই ধারাবাহিকের জন্য সৌমিতৃষাকে কেন বেছে নেওয়া হলো, সেই কথা নিয়েও নানান বিশ্লেষণ চলছে। অনেকে মনে করছেন, তাঁর আগের চরিত্র ‘মিঠাই’-এর জনপ্রিয়তা ছাড়াও, অভিনয়ের স্বাভাবিকতা আর ব্যক্তিত্ব হয়তো তাঁকে এই নতুন ভূমিকায় আরও বিশ্বাসযোগ্য করে তুলবে। আবার কেউ কেউ বলছেন, লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে যে ধরণের চরিত্র থাকে, তাতে সৌমিতৃষার উপস্থিতি আলাদা মাত্রা যোগ করবে।

সব মিলিয়ে মিঠাইতে যেভাবে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে, তাই নতুন প্রজেক্ট নিয়েও আশা অনেকটা বেশি। ধারাবাহিকটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, সৌমিতৃষার প্রত্যাবর্তন নিয়েই এখনই শুরু হয়েছে আলোচনার ঝড়। চরিত্রটি তাঁর কেরিয়ারে নতুন কোনও বাঁক আনতে পারে কি না, সেটাই দেখার। তবে নিশ্চিতভাবে বলা যায় যে, তাঁর নতুন চরিত্র অনুরাগীদের জন্য বড়সড় উপহার হতে চলেছে। এখন শুধু অপেক্ষা, কবে পর্দায় দেখা মিলবে তাঁর নতুন রূপের।

Piya Chanda

                 

You cannot copy content of this page