শুক্রবার থেকে ফের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের নায়ক জিতু কমল এবং অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। সম্প্রতি নায়িকার দেরিতে সেটে আসা নিয়ে বেশ কিছু গুঞ্জন শোনা গিয়েছিল। যদিও দিতিপ্রিয়া কোনো মন্তব্য করেননি, জিতু নিজেই সোশ্যাল মিডিয়ায় কিছুটা পরিস্থিতির প্রেক্ষাপট তুলে ধরেছেন। তবে, এর পর শুটিংয়ের পরিস্থিতি কেমন, তা নিয়ে দর্শক এবং ফ্যানদের মধ্যে কৌতূহল তুঙ্গে।
শনিবার সকালে শুটিং শুরু হলেও, সেটে একদিকে যেমন সময়মতো উপস্থিত ছিলেন নায়ক-নায়িকা, অন্যদিকে পরিবেশ ছিল থমথমে। সূত্র জানাচ্ছে, জিতু এবং দিতিপ্রিয়া দু’জনই হাজির ছিলেন, তবে এখনও পর্যন্ত একসঙ্গে ক্যামেরার সামনে কোনো দৃশ্য ধারণ করা হয়নি। এমন অনিশ্চয়তা ও দূরত্ব দেখে শুটিংয়ের অবস্থা ছিল একটু অস্বস্তিকর। এটি স্পষ্ট, যে অভিনেতা-অভিনেত্রী এখনো নিজেদের মধ্যে পুরোপুরি স্বাভাবিক মেজাজে নেই।
এই বিতর্ক প্রকাশ্যে আসার পরই আলোচনা শুরু হয়েছিল, ধারাবাহিকটি হয়তো স্থগিত হয়ে যেতে পারে। এমনকী শোনা গিয়েছিল, নায়ককে শো ছাড়ার জন্য বলা হয়েছে। তবে, জিতু এই বিষয়ে সরাসরি কোনো প্রতিক্রিয়া দেননি। তিনি আগের মতোই পেশাদারভাবে শুটিংয়ে অংশগ্রহণ করছেন এবং চান না, এই বিতর্ক ধারাবাহিকের কাজকে প্রভাবিত করুক।
অভ্যন্তরীণ সূত্রের খবর অনুযায়ী, নায়ক শুটিং নিয়ে নরম থাকা সত্ত্বেও, মন খারাপ থাকাটা অস্বাভাবিক নয়। শুটিং প্রোডিউসার এবং টিমও চাইছেন, দুই তারকার মধ্যে দূরত্ব থাকা সত্ত্বেও ধারাবাহিকের কাজ স্বাভাবিকভাবে চলুক। ফলে দর্শকরা এখনও উপভোগ করতে পারছেন ধারাবাহিকের গল্পের ধারাবাহিকতা।
আরও পড়ুনঃ “এতটা ভাল হও যাতে প্রয়োজনে কাউকে ক্ষমা করে দেওয়া যায়, কিন্তু এতটা বোকা হয়ও না, যে আবার তাঁদের বিশ্বাস করো” দিতিপ্রিয়াকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট জিতুর?
অবশেষে, ‘চিরদিনই তুমি যে আমার’-এর ভবিষ্যৎ সম্পূর্ণরূপে দর্শকের প্রতিক্রিয়ার উপর নির্ভর করছে। শো বন্ধ হবে কি চলবে, তা সময়ই দেখাবে। তবে এখন পর্যন্ত দেখা যাচ্ছে, জীতু-দিতিপ্রিয়ার পেশাদারিত্ব শুটিংয়ে চলমান রাখছে। একদিকে যেমন দর্শক উত্তেজনায়, অন্যদিকে শুটিংয়ের টিম শান্তভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে, এমন মিলিত চিত্র যেন দর্শকদের জন্য নতুন টান তৈরি করেছে।
