মাত্র ২১ বছর বয়সেই জীবনসঙ্গী ঠিক করে নিয়েছেন অনন্যা গুহ। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পরিবারের ঘনিষ্ঠ সদস্য এবং বন্ধুদের উপস্থিতিতে প্রেমিক সুকান্ত কুন্ডুর সঙ্গে বাগদান ও রেজিস্ট্রি সারেন অভিনেত্রী। সকালে সাবেকি লাল শাড়ি আর বিকেলে মেরুন ঝলমলে গাউনে অনন্যাকে দেখে মুগ্ধ হয়েছিলেন অতিথিরা। ১৮ বছর বয়সেই দিদি অলকানন্দা গুহর বন্ধুর প্রেমে পড়েন অনন্যা। সেই প্রেম সময়ের সঙ্গে আরও মজবুত হয়েছে, পাশে থেকেছেন একে অপরের প্রতিটি উত্থান-পতনে।
আইনি বিয়ের প্রায় এক বছর পর এবার বড়সড় অনুষ্ঠানের পালা। তার আগেই রঙিন আয়োজন—বিদেশি কায়দায় অনন্যার ব্যাচেলরেট। বন্ধুদের সঙ্গে দারুণ মেজাজে দেখা গেল তাঁকে। গোলাপি অফ-শোল্ডার ড্রেসে সাজানো মাথায় মুকুট, আর হাতে কেক—নিখুঁত ব্যাচেলরেট লুকেই ধরা দিলেন ‘সঞ্জনা’। সঙ্গে ছিলেন দিদি অলকানন্দা গুহ। ঘর সাজানো ছিল গোলাপি-পিচ রঙের বেলুনে। উপহার, ছবি তোলা, গান, নাচ আর শ্যাম্পেনের বোতল হাতে পোজ—সব মিলিয়ে জমে উঠেছিল রাত। তবে সুকান্ত ছিলেন না এই অনুষ্ঠানে, এটিই ছিল শুধুই মেয়েদের পার্টি।
বিয়ের দিনক্ষণ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি অনন্যা এবং সুকান্ত। তবে ইঙ্গিত মিলেছে আগেই। গত দীপাবলিতে অনন্যাকে ট্যাগ করে সুকান্ত লিখেছিলেন—“প্রেমিক-প্রেমিকা হিসেবে এটাই আমাদের শেষ দীপাবলি।” ফলে ধরে নেওয়া যাচ্ছে, এ বছরের শেষ কিংবা ২০২৬-এর একেবারে শুরুতেই চার হাত এক হতে চলেছে এই জনপ্রিয় জুটি। ইতিমধ্যেই শুরু হয়েছে কেনাকাটা এবং অন্যান্য প্রস্তুতি।
অনন্যার হবু বর সুকান্ত পেশায় আইটি ইঞ্জিনিয়ার। পাশাপাশি তিনি একজন পরিচিত ইউটিউবার। দু’জনে মিলে নিয়মিত ভিডিও বানান, আর সেই ভিডিওতে মাঝে মাঝেই দেখা যায় অলকানন্দা গুহ বা তাঁদের ঘনিষ্ঠ বন্ধু সায়ক চক্রবর্তীকে। লক্ষাধিক ফলোয়ারের কাছে তাঁদের জুটি বরাবরই জনপ্রিয়।
আরও পড়ুনঃ জিতু-দিতিপ্রিয়ার ব্যক্তিগত বিরোধে ক্ষতিগ্রস্ত হচ্ছে টেলিপাড়া! ‘অযথা বাড়াবাড়ি করছে, কোন্দল ছড়াচ্ছে!’ দুই অভিনেতা-অভিনেত্রীর ওপর ক্রুদ্ধ অন্য ধারাবাহিকের কলাকুশলীরা?
‘মিত্তির বাড়ি’ সিরিয়ালে সঞ্জনার চরিত্রে অনন্যাকে দারুণ পছন্দ করেছিলেন দর্শকেরা। অল্প বয়সেই অর্জন করেছেন বিপুল খ্যাতি। এবার দেখার অপেক্ষা—কবে অনন্যা গুহ আর সুকান্ত কুন্ডু সত্যিই সাতপাকে বাঁধা পড়েন।
