অবশেষে জট কাটল। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিংয়ে ফেরার বার্তা দিলেন অভিনেতা জীতু কমল। গত কয়েক দিন ধরে টলিউডের অন্দরমহলে তোলপাড় হয়েছিল নায়ক-নায়িকার বিবাদকে কেন্দ্র করে। সোশ্যাল মিডিয়ায় বার্তা, অভিযোগ, ঠান্ডা যুদ্ধ— সব মিলিয়ে পরিস্থিতি যখন প্রায় অচলাবস্থার দিকে যাচ্ছিল, ঠিক তখনই এলো নতুন ঘোষণা। কলটাইম পাওয়ার পর অভিনেতা বলেন, তিনি আশাবাদী, সামনের দিনগুলোতে আর কোনও অপ্রত্যাশিত পরিস্থিতি তৈরি হবে না।
সোশ্যাল মিডিয়ায় জীতুর পোস্ট দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন তাঁর অনুরাগীরা। তিনি দর্শকদের উদ্দেশে লিখেছেন, তাঁরা যেভাবে তাঁকে ভালবেসেছেন, সে ভালবাসার মর্যাদা দিতে চান তিনি। এছাড়াও তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, আবার মন দিয়ে কাজ করবেন এবং চরিত্রকে সঠিকভাবে ফুটিয়ে তুলবেন। দর্শককে তিনি বলেছেন, “আপনারাই আমার শক্তি। তাই আবার আনন্দ দিতে ফিরে এলাম।”
যদিও এই দ্রুত মিটমাটের পরেও প্রশ্ন রয়ে যায়— এত বিতর্কের পর কি আগের মতোই পর্দায় দেখা যাবে জীতু-দিতিপ্রিয়ার রসায়ন? সেই প্রশ্নের উত্তরে জীতু জানিয়েছেন, তিনি আর এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। প্রযোজনা সংস্থাও এ বিষয়ে নীরব। তবে ধারাবাহিকের সঙ্গে যুক্ত একাধিক সূত্র জানাচ্ছে, পরিবেশ এখন শান্ত এবং সকলেই আবার কাজে ফিরে এসেছেন।
এই সিরিয়াল শুরুর সময় জীতু ও দিতিপ্রিয়ার রসায়ন দর্শকদের মন জিতেছিল। কিন্তু গত কয়েক মাস ধরে ভুল বোঝাবুঝি, ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আসা এবং পারস্পরিক অভিযোগে পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছিল। আগেও একবার প্রযোজনা সংস্থার উদ্যোগে পরিস্থিতি ঠিক করা হয়েছিল, কিন্তু সে সমাধান বেশিদিন স্থায়ী হয়নি।
আরও পড়ুনঃ “আমিও চাই আমাকে পাওয়ার পরে আমার মানুষটা ঠিক এমন প্রতিক্রিয়াই দিক!” হাত ছেড়েছেন জিতু! কার ভালোবাসায় নিজেকে সঁপে দিয়েছেন নবনীতা?
এবার পরিস্থিতি বদলেছে— অন্তত আপাতত। জীতুর বার্তায় স্পষ্ট, তিনি দর্শক এবং টেকনিশিয়ানদের প্রতি দায়বদ্ধ। তিনিই জানিয়েছেন, তাঁর অভিনয় যাত্রায় টেকনিশিয়ানরা তাঁর মেরুদণ্ডের মতো। তাই তাঁদের কথা, দর্শকদের ভালোবাসা এবং চ্যানেল ও প্রযোজনা সংস্থার সঙ্গে কথা বলেই তিনি ফের শুটিংয়ে ফিরছেন। এখন অপেক্ষা, এই ফেরায় ধারাবাহিক কি আবার ফিরবে আগের জনপ্রিয়তায়? দর্শকরাই দেবে সেই উত্তর।
