চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের শুটিং সেটে কয়েক দিন ধরেই উত্তেজনা বাড়ছিল বলে জানা যাচ্ছিল। এর মধ্যেই শোনা যায়, ধারাবাহিকের নায়িকা দিতিপ্রিয়া রায় নাকি নিজের সমস্যার কথা জানিয়ে মহিলা কমিশনের সাহায্য চেয়েছেন এবং আর্টিস্ট ফোরামকেও লিখিত অভিযোগ জানিয়েছেন। এই খবর প্রকাশ্যে আসতেই শিল্পী মহলে নতুন করে আলোড়ন পড়েছে।
এই বিষয়ে মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, দিতিপ্রিয়া তাঁর সঙ্গে ব্যক্তিগত সমস্যার বিষয়ে কথা বলেছিলেন। তিনি দিতিপ্রিয়াকে জানান, ইচ্ছে হলে আর্টিস্ট ফোরাম বা মহিলা কমিশনে লিখিত জানাতে পারেন। সেই পরামর্শের পরই নায়িকা নাকি পরবর্তী পদক্ষেপ করেছেন। তবে অভিযোগের পুরো বিবরণ এখনও জানা যায়নি।
আর্টিস্ট ফোরামের সম্পাদক শান্তিলাল মুখোপাধ্যায় জানিয়েছেন, দিতিপ্রিয়া সত্যিই সংগঠনকে কিছু জানিয়ে ইমেল পাঠিয়েছেন। যদিও তিনি বলেন, মেল এখনও খোলা হয়নি, তাই অভিযোগের বিষয়বস্তু জানা সম্ভব হয়নি। অন্যদিকে টেলিপাড়ায় জোর জল্পনা যে দিতিপ্রিয়া নাকি সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের অনুরাগীদের কটূক্তিতে মানসিক ভাবে ভেঙে পড়ছেন এবং কাজেও মন বসাতে পারছেন না।
এই পরিস্থিতিতে দিতিপ্রিয়া নাকি ধারাবাহিক ছেড়ে বেরিয়ে যাওয়ার কথাও ভেবেছিলেন বলে শোনা যাচ্ছে। যদিও সাম্প্রতিক মিটমাট বৈঠকে তিনি জানিয়েছিলেন, তিনি মন দিয়ে কাজ চালিয়ে যেতে চান। শুক্রবার তিনি শুটিংয়েও অংশ নেন, তবে পরিস্থিতি কতটা স্বাভাবিক হয়েছে, তা নিয়ে এখনও সংশয় রয়েছে। নায়িকা, জিতু, চ্যানেল বা প্রযোজকদের কেউই এ নিয়ে মন্তব্য করেননি।
আরও পড়ুনঃ এবার ছোট পর্দায় সঞ্চালকের ভূমিকায় বাংলার ‘ইন্ডাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়! কোন চ্যানেলে কী শো নিয়ে আসছেন তিনি?
সব মিলিয়ে ধারাবাহিকটির ভবিষ্যৎ নিয়ে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাইরে হাসিমুখে কাজ হলেও, পর্দার আড়ালের টানাপড়েন কোন দিকে গড়ায়, তা এখন সময়ই বলবে। দিতিপ্রিয়ার এই পদক্ষেপের পর টেলিপাড়া নজর রাখছে পরবর্তী ঘটনাপ্রবাহে।
