জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দ্বন্দ্বে ইতি! ‘শারীরিক-মানসিকভাবে ভেঙে পড়েছি’— চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছাড়লেন অভিনেত্রী দিতিপ্রিয়া! এবার কি তবে বন্ধ হতে চলেছে ধারাবাহিক?

চিরদিনই তুমি যে আমার’-কে ঘিরে চলা দীর্ঘ টানাপড়েনের অবসান হল সোমবার দুপুরে। নায়িকা দিতিপ্রিয়া রায় জানিয়ে দিলেন, তিনি আর এই সিরিয়ালে অপর্ণার চরিত্রে অভিনয় করবেন না। দুপুর ১২টা ১২ মিনিটে আর্টিস্ট ফোরামের কাছে ই-মেল পাঠিয়ে জানিয়ে দেন নিজের সিদ্ধান্ত। জানিয়েছেন, তিনি শারীরিক ও মানসিকভাবে এমন অবস্থায় আছেন যে আর সেটে ফেরা তাঁর পক্ষে সম্ভব নয়।

এই পরিস্থিতিতে আর্টিস্ট ফোরাম একটি বিবৃতি প্রকাশ করে। সেখানে বলা হয়, তাঁরা কোনও পক্ষ নন, তাই হস্তক্ষেপ করা ঠিক হবে না। শনিবার নায়ক-নায়িকার সমস্যা মেটাতে একটি বৈঠকে বসেছিল ফোরাম। সেখানে উপস্থিত ছিলেন দু’পক্ষের প্রতিনিধি, চ্যানেল ও প্রযোজনা সংস্থার কর্মকর্তারা। বৈঠকে দিতিপ্রিয়া স্পষ্ট করে দেন— তিনি এই প্রজেক্টে আর কাজ করতে চান না। টেকনিশিয়ানদের স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করা হলেও তিনি রাজি হননি।

ফোরাম জানায়, দিতিপ্রিয়ার সঙ্গে প্রযোজনা সংস্থার কোনও লিখিত চুক্তি নেই। নিয়ম অনুযায়ী, এমন পরিস্থিতিতে শিল্পীকে দু’মাসের নোটিশ দিতে হয়। তবে দিতিপ্রিয়া শারীরিক ও মানসিক সমস্যার কথা তুলে ধরে সেই নিয়ম শিথিল করার আবেদন করেন। এরপর তাঁকে ১৫ দিনের নোটিশ পিরিয়ডে সম্মতি জানাতে বলা হয়। রবিবার ই-মেল পাঠানোর কথা থাকলেও তা করেননি নায়িকা।

অবশেষে সোমবার তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেন— আর ফিরে যেতে পারবেন না। ফোরামও কোনওরকম জোর না করে তাঁর সিদ্ধান্ত চ্যানেল ও প্রযোজনা সংস্থার হাতে তুলে দেয়। তারা জানায়, চ্যানেল যা ঠিক করবে, ফোরাম সেই বিষয়ে আর মন্তব্য করবে না। তবে সিরিয়ালটি বন্ধ না করার অনুরোধ জানানো হয়েছে, যাতে কলাকুশলীদের আর্থিক ক্ষতি না হয়।

এখন সবচেয়ে বড় প্রশ্ন— দিতিপ্রিয়া সরে দাঁড়ালে ‘চিরদিনই তুমি যে আমার’ কি আগের মতো চলবে? জি বাংলা কি নতুন অপর্ণা আনবে, নাকি অন্য সিদ্ধান্ত নেবে? দর্শকরা এখন অপেক্ষায়, সিরিয়ালের ভবিষ্যৎ কোন দিকে এগোয় তা দেখার।

Piya Chanda