জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

জিম নয়, পজিটিভ এনার্জিই ভরসা! সকালের রুটিনে কোন নতুন অভ্যাস যোগ করলেন জিতু?

টলিপাড়ার আলোচনার কেন্দ্রে বর্তমানে জিতু কামাল ও দিতিপ্রিয়া রায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি টিআরপিতে ভাল ফল করলেও ভবিষ্যৎ নিয়ে নানা প্রশ্ন উঠছে। কখনও শোনা যায় জিতু সিরিয়াল ছাড়ছেন, আবার কখনও দিতিপ্রিয়াকে নিয়ে তৈরি হয় নতুন জল্পনা। এই অনিশ্চয়তার মধ্যেই নিজেকে কীভাবে সামলে রাখছেন জিতু, তা নিয়ে কৌতূহল ছিল দর্শকদের মধ্যে।

সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের জীবনের নানা মুহূর্ত ভাগ করেন অভিনেতা। সম্প্রতি শাহরুখ খানের একটি অনুপ্রেরণামূলক ভিডিও শেয়ার করেন তিনি, যেখানে কিং খান বলেন— অন্যেরা কী ভাবছে তা ভাবলে সময় নষ্ট হয়, বরং পজিটিভ চিন্তা মানুষকে তরুণ আর নিষ্পাপ দেখায়। সেই বার্তাই যেন অভিনেতাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে।

এতেই থেমে থাকেননি জিতু। নিজের সকাল শুরু করার পুরো রুটিনও শেয়ার করেছেন তিনি। বহু বছর ধরেই জিমে গিয়ে ব্যায়াম করা তাঁর নিত্যদিনের অভ্যাস। তবে এখন সেই তালিকায় নতুন কিছু জিনিসও যুক্ত হয়েছে। জিতুর কথায়— “মর্নিং রুটিন কমপ্লিট। ধ্যান, ব্যায়াম আর পজিটিভ মানুষদের সঙ্গে কথা বলা।”

তার সঙ্গে আরও কয়েকটি ছবি পোস্ট করেন তিনি, যেখানে জিতুর পাশে দেখা যায় এক মহিলাকে। তিনি পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি-র ডিসিপি। অনুরাগীদের সঙ্গেও তাঁর পরিচয় করিয়ে দেন অভিনেতা। ফলে পোস্টটি আরও বেশি নজর কাড়ে।

দিন কয়েক আগেই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন জিতু, তারপরেই আবার শুটিংয়ে যোগ দেন। এদিকে ধারাবাহিক নিয়ে নতুন সমস্যা তৈরি হওয়ায় দর্শকরাও এখন অপেক্ষায়— সবকিছুর শেষে গল্প কোনদিকে এগোয়, আর জিতুর জীবনে কী নতুন পরিবর্তন আসে।

Piya Chanda