জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দুবাইয়ে বাংলা টেলিভিশনের গৌরব! আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ‘কথা!’ ধারাবাহিকের জন্য সাহেব-সুস্মিতা পেলেন বিশেষ পুরস্কার

দুবাইয়ে চলছে আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে দেশ-বিদেশের বহু তারকা অংশ নিচ্ছেন। এই সময়ে বাংলা ফিল্ম ও টেলিভিশনের অনেক পরিচিত মুখও উপস্থিত রয়েছেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘কথা’-র জন্য দুবাইয়ে পৌঁছেছেন সাহেব ভট্টাচার্য ও সুস্মিতা দে।

এই জুটি বিশেষভাবে পুরস্কৃত হয় ‘কথা’ ধারাবাহিকের জন্য। এটি হয়তো প্রথমবার যে কোনও ধারাবাহিকের জুটিকে আন্তর্জাতিক ফেস্টিভ্যালে সম্মান দেওয়া হলো। ধারাবাহিকের জনপ্রিয়তা এবং দর্শকের ভালোবাসা বিবেচনা করেই এই পুরস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দুবাইয়ে দ্বিতীয় দিন একটি ভিডিও পোস্ট করে সাহেব বলেন, “আমরা এখানে দুবাইয়ে রয়েছি। শপিংও করেছি। তবে সবচেয়ে আনন্দের বিষয়, ‘কথা’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা দর্শকদের প্রতিনিধি হিসেবে আমরা এখানে পৌঁছতে পেরেছি। এটা শুধুই স্টার জলসার নয়, প্রত্যেক বাঙালির জন্য একটি সম্মান।”

তিনি আরও জানান, “যেখানে বড় পর্দার কলাকুশলীদের সম্মান করা হচ্ছে, সেখানে ছোট পর্দার শিল্পীদেরও সম্মানিত করা সত্যিই আনন্দের। বিশেষ ধন্যবাদ রমেশ বারিক, মৃন্ময় কাঞ্জিলাল ও চাকিদাকে, যাঁরা এই চিন্তা ভাবনা করেছেন।” সাহেব আরও বলেন, “সবচেয়ে বড় ধন্যবাদ আমাদের দর্শকদের, যাদের ভালোবাসা থাকায় আমরা আন্তর্জাতিক মঞ্চে বাংলা টেলিভিশনকে প্রতিনিধিত্ব করতে পারছি।”

প্রসঙ্গত, ‘কথা’ ধারাবাহিক থেকেই সাহেব ও সুস্মিতার বন্ধুত্বের সূত্রপাত। যদিও তাঁরা কখনও প্রেমের বিষয়টি স্বীকার করেননি, তবে সাম্প্রতিক সময়ে সুস্মিতার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠানোয় মনে হচ্ছে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় হয়েছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page