বিনোদন জগতে এখন আর শুধু বড় তারকারাই নজর কাড়েন না, সঙ্গে তাল মিলিয়ে অনবদ্য অভিনয় করে দর্শকের মন জয় করছে ছোট শিল্পীরাও। ধারাবাহিক হোক বা সিনেমা—তাদের উপস্থিতি গল্পকে আরও প্রাণবন্ত করে তোলে। খুদেরা যখন পর্দায় বাস্তবতা ফুটিয়ে তোলে, তখন দর্শকও সেই অনুভূতির সঙ্গে সহজে যুক্ত হয়ে যায়। তাই আজকের দিনে ছোটদের প্রতিভাই বহু সময়ে কোনও প্রজেক্টের সাফল্যের চালিকা শক্তি হয়ে দাঁড়ায়।
এই নতুন প্রজন্মের খুদে শিল্পীদের মধ্যে বিশেষ জনপ্রিয় ছোটপর্দার পরিচিত মুখ রাধিকা কর্মকার। ‘দুগ্গামনি ও বাঘ মামা’ ধারাবাহিকের মাধ্যমে রাতারাতি দর্শকের প্রিয় হয়ে ওঠে এই খুদে অভিনেত্রী। তার স্বাভাবিক অভিনয়, মুখভঙ্গি আর পর্দায় উপস্থিতি তাকে ছোটদের মধ্যে অন্যতম প্রতিভাবান হিসেবে পরিচিত করেছে। খুব অল্প সময়েই রাধিকা নিজের আলাদা পরিচিতি তৈরি করতে সক্ষম হয়।

এই পরিচিতি থেকেই এবার রাধিকার পা বড় পর্দায়। ছোটপর্দার সাফল্য ছাড়িয়ে সে এবার নতুন দৌড় শুরু করতে চলেছে সিনেমার পথে। পরিচালক সায়ন্তন ঘোষালের আগামী ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। টিমের সূত্রে জানা গিয়েছে, রাধিকার শুটিং ইতিমধ্যেই শেষ। তার চরিত্রটি সিনেমার আবেগঘন মুহূর্তগুলিকে আরও গভীর করবে বলে আশাবাদী নির্মাতারা।
এছাড়াও রয়েছে আরো একটি চমক, টেলিভিশনে বামাক্ষ্যাপার চরিত্রে অভিনয় করে আগেই দর্শকের প্রশংসা কুড়িয়েছিলেন সব্যসাচী চক্রবর্তী। এবার সেই চরিত্র বড় পর্দায় আরও বিস্তৃত ও তীব্রভাবে তুলে ধরবেন তিনি। তার সঙ্গে থাকছেন পায়েল দে এবং বামাক্ষ্যাপার বাবার চরিত্রে দেখা যাবে সাহেব চট্টোপাধ্যায়কে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে আছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত।
আরও পড়ুনঃ দুবাইয়ে বাংলা টেলিভিশনের গৌরব! আন্তর্জাতিক মঞ্চে সম্মানিত ‘কথা!’ ধারাবাহিকের জন্য সাহেব-সুস্মিতা পেলেন বিশেষ পুরস্কার
প্রযোজনা সংস্থা বছরের শুরুতেই ছবির ঘোষণা করেছিল। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই মুক্তি পাবে বহু প্রতীক্ষিত এই কাজটি। বড় পর্দায় রাধিকাকে দেখার আগ্রহ ইতিমধ্যেই তুঙ্গে। ছোটপর্দার এই জনপ্রিয় মুখের প্রথম সিনেমা তাই এখন থেকেই আলাদা কৌতূহল তৈরি করেছে দর্শকদের মধ্যে।
