সঙ্গীত দুনিয়ায় এক সময় যাঁর নাম শিরোনামে ঘুরে বেড়াত, তিনি ছিলেন রূপরেখা বন্দ্যোপাধ্যায়। ‘ফেম গুরুকুল’-এর মঞ্চের গায়কির কথা আজও অনেকের মনে আছে। তবে সময়ের স্রোতে কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন তিনি। মাঝে মাঝে মঞ্চানুষ্ঠানের মাধ্যমে দর্শকের সামনে ধরা দিলেও নিজের গান নিয়ে আর তাঁকে দেখা যায়নি।
প্রায় ১৫ বছর পর নিজের একটি হিন্দি সিঙ্গল গান নিয়ে ফিরে এসেছেন তিনি, গানের নাম—‘তুম’। সুরকার সমিধ মুখোপাধ্যায়, কথা লিখেছেন বিজয় বিজয়ওয়াত। কালিম্পংয়ের পাহাড়ি আবহে শ্যুট হওয়া এই সিঙ্গলে অভিনয় করেছেন অভি মল্লিক ও প্রিয়াঙ্কা মণ্ডল। রূপরেখা জানালেন, বহু বছর ধরেই নিজের একটি মৌলিক গান শোনানোর ইচ্ছে ছিল, কিন্তু উপযুক্ত সুর পাননি। মাঝখানে একবার চেষ্টা করেও পিছিয়ে এসেছিলেন। এবার তিনি মনে করেছেন—ঠিক সুরটা এসে গিয়েছে। তাই আর অপেক্ষা নয়।
গায়িকার কথায় উঠে এসেছে আরও একটি বাস্তবতা—মানুষ আজ ব্যস্ত, কাজের ফাঁকেই গান শোনেন। তবু তাঁর বিশ্বাস, ভালো গান হলে শ্রোতা কখনও মুখ ফেরান না। তাঁর আশা, এই সিঙ্গল যদি মানুষের কাছে পৌঁছোয়, তা হলে আগামী দিনেও বহু শিল্পীর গলায় এই গান তুলে নেওয়া হবে। এদিকে প্রশ্ন উঠেছিল—বাঙালি হয়েও কেন হিন্দি সিঙ্গল দিয়ে ফিরলেন? রূপরেখার উত্তর ছিল সোজা—“গান শেখার পর থেকেই স্বপ্ন ছিল বলিউডে প্লেব্যাক করার। কেউ সুযোগ দেননি। তাই নিজের মতো করে সেই স্বপ্নটাকে একটু হলেও ছোঁয়ার চেষ্টা করলাম।”
এর পরেই সামনে আসে অতীতের সেই বড় প্রশ্ন—অরিজিৎ সিং-এর সঙ্গে তাঁর নাম জড়িয়ে থাকা নানা বিতর্ক। একসময় এমন গুঞ্জনও ছড়িয়েছিল যে দু’জন নাকি লুকিয়ে বিয়ে করেছিলেন। রূপরেখা বহু দিন এ সব উপেক্ষা করলেও পরে সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানান—সবই গুজব, তাঁরা কেবল ভালো বন্ধু ছিলেন। তবে এই বিতর্ক তাঁর কেরিয়ারে কোনও প্রভাব ফেলেনি বলেই দাবি রূপরেখার। বরং তিনি খোলাখুলি স্বীকার করেছেন—“আমার ব্যর্থতার দায় আমারই। অরিজিৎ রাতদিন স্টুডিয়োয় থেকেছে, সুরকারদের সঙ্গে কাজ করেছে। সেই লবিতে আমি ঢুকতে পারিনি।”
আরও পড়ুনঃ “আজকাল রিয়ালিটি শোতে পুরোনো গানগুলোকেই প্রোমোট করা হয়, আমাদের সময় বা তার আগেও নিজের গানকে এতটা করা হতো না…মুখ খুললেই আমাদেরকে আর ডাকা হবে না!” রিয়েলিটি শো সংস্কৃতির বিরুদ্ধে লোপামুদ্রার স্পষ্ট কটাক্ষ! প্রশ্ন তুললেন, বাংলা সংগীতের ভবিষ্যৎ কি সত্যিই নিরাপদ?
তিনি আরো বলেন, ১৫ বছর ধরে তিনি সুযোগের অপেক্ষায় ছিলেন। মঞ্চে গান গেয়েছেন, নিয়মিত রেওয়াজ করেছেন, তালিম চালিয়ে গিয়েছেন। কিন্তু বলিউডের জটিল দুনিয়া তাঁকে জায়গা দেয়নি। তাই এবার নিজের সিঙ্গল নিয়েই দ্বিতীয় ইনিংস শুরু। ভবিষ্যতে আইটেম গানও গাইতে চান গায়িকা।
