টলিপাড়ায় সকাল থেকেই ছড়িয়ে পড়েছে গভীর উদ্বেগের খবর। জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক দীর্ঘদিন ধরে কঠিন অসুস্থতার সঙ্গে লড়াই করছেন। এতদিন বিষয়টি ছিল পর্দার আড়ালে, কিন্তু তাঁর ছেলে অচ্যুত আদর্শের আবেগঘন পোস্ট সামনে আসতেই পরিস্থিতির গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে। তিনি জানিয়েছেন, মাকে একা আর বাঁচিয়ে রাখা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না। চিকিৎসার ব্যয় এত বেশি যে পরিবারের পক্ষে তা বহন করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
টেলিভিশনের জগতে শ্রাবণী বণিক এক পরিচিত ও প্রিয় মুখ। মিঠাই থেকে লাল কুঠি, ঝাঁঝ লোবোঙ্গো ফুল থেকে ভুতু— প্রতিটি চরিত্রেই তিনি দর্শকদের মন জয় করেছেন। শুধু অভিনয় নয়, টলিউডে প্রযোজনাতেও তাঁর অবদান রয়েছে। সেই বহুমুখী প্রতিভাধর শিল্পী আজ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে। সহকর্মী থেকে দর্শক, অনেকে এগিয়ে এসেছেন সাহায্যের হাত বাড়িয়ে। তবুও প্রয়োজনের তুলনায় এখনও সেই সাহায্য যথেষ্ট নয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, শ্রাবণী ফুসফুসের অ্যাডিনোকার্সিনোমা এবং মেটাস্টেসিসে ভুগছেন। সবরকম চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু ক্যান্সারের দীর্ঘমেয়াদি চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল। ওষুধ, ল্যাব টেস্ট, ভর্তি থাকা এবং নিয়মিত কেমো মিলিয়ে প্রায় বারো লক্ষ টাকা অতিরিক্ত প্রয়োজন। এই বিপুল ব্যয় একা সামাল দিতে না পেরে অসহায় হয়ে পড়েছেন অচ্যুত। তাই মানুষের দিকে হাত বাড়িয়ে সাহায্য চেয়েছেন তিনি।
অচ্যুত জানিয়েছেন, ক্ষুদ্রতম সাহায্যও এই মুহূর্তে তাঁদের কাছে অমূল্য। কেউ পঞ্চাশ টাকা দিক, কেউ একশো বা আরও বেশি, প্রতিটি অবদানই তাঁর মায়ের চিকিৎসাকে আরও এক ধাপ এগিয়ে দেবে। মানুষের ভালোবাসা আর সহযোগিতাই এখন শ্রাবণীর নতুন করে লড়াই করার শক্তি হয়ে উঠতে পারে। শিল্পীর প্রাণ বাঁচাতে এই সামান্য সহমর্মিতাই হতে পারে সবচেয়ে বড় ভরসা।
আরও পড়ুনঃ দীর্ঘদিন পর ধারাবাহিকে জমাটি কামব্যাক! কোন নতুন চমক নিয়ে ফিরলেন অনামিকা চক্রবর্তী?
যাঁরা সাহায্যে হাত বাড়াতে চান, তাঁরা অচ্যুতের শেয়ার করা লিঙ্কে গিয়ে সাহায্য করতে পারেন: ketto.org/s?id=rm-8416066629566349-8895434। টলিপাড়ায় আজ উদ্বেগের সঙ্গে সঙ্গে একতার আলোও জ্বলছে। সবাই চায়, শ্রাবণী বণিক সুস্থ হয়ে ফিরে আসুন তাঁর প্রিয় কর্মমঞ্চে এবং নতুন করে শুরু হোক তাঁর লড়াই জয়ের গল্প।
