জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

দীর্ঘদিন পর ধারাবাহিকে জমাটি কামব্যাক! কোন নতুন চমক নিয়ে ফিরলেন অনামিকা চক্রবর্তী?

অনামিকা চক্রবর্তীকে দীর্ঘদিন ছোটপর্দায় নিয়মিত দেখা যায়নি। এখানে আকাশ নীল সিরিয়াল দিয়ে যে জনপ্রিয়তা পেয়েছিলেন, তার পরেও বিশেষভাবে নজর কাড়া কোনও চরিত্রে তিনি আর ধরা দেননি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল মিঠিঝোরা ধারাবাহিকে। কিছুদিনের বিরতির পরে আবারও অভিনয়ে ফিরলেন তিনি। এবার ফুলকি ধারাবাহিকে এক নতুন লুকে হাজির হয়েছেন অনামিকা। অবাঙালি স্টাইলে শাড়ি, চাপা গায়ের রং আর ঘন কাজল—পুরোপুরিভাবে ভিন্ন রূপে দর্শকদের সামনে ফিরে এসেছেন অভিনেত্রী।

অনামিকা জানিয়েছেন, এই ধারাবাহিকে তাঁকে দেখা যাবে ক্যামিও ভূমিকায়। অনেকদিন পরে ফিরে অভিনয়ের সেটে পা রাখতে পেরে তিনি বেশ উৎসাহিত। তাঁর কথায়, দীর্ঘ বিরতির পর নতুন চরিত্রে কাজের সুযোগ পাওয়া আনন্দের। বিশেষ করে যখন সব সময় সমান ভাবে কাজ আসে না, তখন এমন সুযোগ অভিনেতার মনকে আরও চাঙ্গা করে তোলে।

হিয়া চরিত্রের পর দীর্ঘদিন বড় কোনও চরিত্রে তাঁকে দেখা যায়নি। অনামিকা জানিয়েছেন, মিঠিঝোরার পরে তিনি আরেকটি প্রকল্পে কাজ করেছিলেন, তবে সেটি আপাতত প্রকাশ্যে আনা যাবে না। তবে ফুলকি-তে তাঁর চরিত্র একেবারেই আলাদা—এবার তাঁকে দেখা যাবে একজন গুপ্তচরের ভূমিকায়, যা তাঁর পর্দার ইমেজে নতুন টুইস্ট আনবে।

কিছুদিন আগে কাজ না পাওয়ার কারণে মন খারাপের কথা স্বীকার করেছিলেন অনামিকা। তিনি বলেছিলেন, অভিনয়ই তাঁর ১১ বছরের সঙ্গী, তাই কাজ না পেলে মন খারাপ হওয়াই স্বাভাবিক। তবে তাঁর পোষ্যই নাকি সেই সময়টায় তাঁর সবচেয়ে বড় সঙ্গী ছিল। অন্যদিকে, স্বামী উদয়প্রতাপ সিংহ এখন টেলিপাড়ার জনপ্রিয় মুখ। তাঁর সাফল্যে খুশি অনামিকা জানিয়ে ছিলেন, পাঁচ বছর ধরে কঠোর পরিশ্রমের ফল এখন পাচ্ছেন তিনি।

অভিনয়ের সঙ্গে সঙ্গে ভ্লগিংয়েও হাত পাকাচ্ছেন অনামিকা। নতুন কাজ, নতুন লুক আর নতুন চরিত্র—সব মিলিয়ে ফের আলোচনায় অভিনেত্রী। এবার তাঁর অভিনয়ে দর্শক কতটা চমক পাবেন, এখন সেই দিকেই নজর।

Piya Chanda

                 

You cannot copy content of this page