জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছুঁতে পারল না ১০০০ পর্বের মাইল ফলক, ‘ফুলকি’র যাত্রা শেষ ৯০০ পর্বেই! প্রথম ধারাবাহিক শেষে আবেগঘন বার্তা দিব্যাণীর! ছোটপর্দার গল্পের সমাপ্তি, বড়পর্দায় নতুন অধ্যায়ে আগে দর্শকদের কী জানালেন অভিনেত্রী?

ছোটপর্দার তাঁর প্রথম ধারাবাহিক ‘ফুলকি’ (Phulki) প্রায় আড়াই বছরের সফল যাত্রার পর শেষ হতে চলেছে। এদিন শুটিং শেষে দিব্যাণী মণ্ডল (Devyani Mondal) ওরফে ফুলকি জানান, খবরটা আর জল্পনার স্তরে নেই, সত্যিই শেষ হতে চলেছে ধারাবাহিক! অভিনেত্রীর কথায়, এই সফর তার জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা ভাগ করে তিনি জানান, প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি অনেক কিছু শিখেছেন। এই দীর্ঘ সময়ের স্মৃতিগুলোকে তিনি খুব যত্ন করে নিজের মনে রাখবেন এবং বলেন যে ‘ফুলকি’র সেট তার প্রথম বাড়ি হয়ে উঠেছিল।

দর্শকদের সঙ্গে যে সম্পর্ক তৈরি হয়েছে, সেটি নিয়েও দিব্যাণী কৃতজ্ঞ। তিনি উল্লেখ করেন, দর্শকদের ভালোবাসা এবং সাপোর্টই ছিল তার বড় পাওনা। চরিত্রটি ছাড়ার অনুভূতি যদিও মিশ্র, তবুও তিনি জানেন যে যে কোনও জিনিস যেমন শুরু হয়েছে, শেষ হওয়ারও একটা সময় আছে। এই সংবেদনশীল মুহূর্তে তিনি কিছু কিছু সহকর্মীকে বিশেষভাবে মিস করবেন বলে জানান। তার প্রথম ধারাবাহিকের শেষটি তাই তার জন্য শুধু একটি পেশাগত নয়, বরং এক আবেগময় অভিজ্ঞতা।

প্রসঙ্গত, ‘ফুলকি’ শেষ হলেও দিব্যাণী অভিনয় জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। তিনি এবার বড়পর্দায় কাজ করবেন, যেখানে তাঁকে প্রথমেই দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘এম্পেরোর ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে। প্রথমেই এত বড় ছবির জন্য তিনি নিজেকে ভাগ্যবান মনে করছেন, কারণ সেখানে সুযোগ পেয়েছেন তিনি অনেক গুণী শিল্পীদের সঙ্গে কাজ করার। দিব্যাণী আশা করেন, দর্শকরা তাকে ছবিতেও ফুলকি চরিত্রের মতোই ভালোবাসবেন এবং তার কাজকে সমানভাবে স্বীকৃতি দেবেন।

ছোটপর্দার এই দীর্ঘ যাত্রায়, দিব্যাণী শুধুমাত্র অভিনয়ই শিখেননি বরং জীবনের ছোট ছোট মূল্যবান অভিজ্ঞতা অর্জন করেছেন। সকাল থেকে রাত ১৩-১৪ ঘণ্টা শুটিংয়ের মাঝে তিনি টিমের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত হয়েছিলেন। এই বন্ধন এবং অভিজ্ঞতা তাকে পরবর্তী কাজের জন্য আরও আত্মবিশ্বাসী করে তুলেছে। দিব্যাণী মণ্ডলের কথায়, আগামী ২৮ বা ২৯ নভেম্বর হবে শেষ শুটিং এবং ধারাবাহিকের পর্ব সংখ্যা দাঁড়াবে ৯০০। ফলে, এত কাছে এসেও ১০০০ পর্ব ছুঁতে না পারার আক্ষেপটাই বড় এখন।

উল্লেখ্য, তিনি জানিয়েছেন অভিনয় জীবনের নতুন পর্বে প্রবেশের আগে, নিজের মতো করে সময় নেবেন অনুভূতি হজম করতে। ‘ফুলকি’ তাকে যা শিখিয়েছে, তা তার ভবিষ্যতের জন্য মজবুত ভিত্তি হবে। তাই এই ধারাবাহিক শেষ হলেও, কিন্তু স্মৃতিগুলো চিরকাল থাকবে। এই যাত্রা তাকে শুধু অভিনেত্রী হিসেবেই নয়, একজন স্মরণীয় চরিত্র হিসেবে অনেকদিন ধরেই দর্শকদের মনে রেখে দেবে। অভিনয় জীবনের এই নতুন পর্বে, অভিনেত্রীকে রইলো অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।

Piya Chanda

                 

You cannot copy content of this page