বাংলা টেলিভিশনের ধারাবাহিক মানেই সন্ধ্যে হলেই পরিবারের সবাইকে একসঙ্গে টিভির সামনে বসিয়ে রাখার ক্ষমতা। গল্প, চরিত্র, আবেগ—সব মিলিয়ে প্রতি সপ্তাহেই বদলে যায় দর্শকের পছন্দের তালিকা। আর সেই কারণেই টিআরপি নিয়ে উত্তেজনা থাকে তুঙ্গে। কোন ধারাবাহিক এগিয়ে, কোনটা পিছিয়ে—দর্শকের রোজকার আলোচনার বিষয় এখন পুরোপুরি এই টিআরপি লড়াই।
বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে প্রতিযোগিতা বরাবরই হাড্ডাহাড্ডি। প্রতিটি চ্যানেল–প্রতিটি প্রোডাকশন হাউসের লক্ষ্য একটাই—বৃহস্পতিবারের টিআরপি তালিকায় শীর্ষে থাকা। গল্পে নিত্য নতুন মোড়, চরিত্রে চমক, আর প্রচারে জোর—এসব মিলিয়ে ধারাবাহিকগুলোর মধ্যে চলতে থাকে অঘোষিত যুদ্ধ। দর্শকের মনে জায়গা করে নিতে না পারলে তালিকায় টিকে থাকাই কঠিন হয়ে যায়।
আজকের তালিকায় শীর্ষে রয়েছে পরশুরাম, দুর্দান্ত ৬.৮ রেটিং নিয়ে। খুব কাছেই দ্বিতীয় স্থানে বিদ্যা ব্যানার্জি, স্কোর ৬.৬। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে পরিণীতা, যার রেটিং ৬.৩—অর্থাৎ প্রথম তিনটি ধারাবাহিকই দর্শকের কাছে সমানভাবে জনপ্রিয়তা ধরে রেখেছে বলে বোঝা যায়। গল্পের টানটান পরিস্থিতি এই ধারাবাহিকগুলোকেই এগিয়ে রেখেছে অন্যদের থেকে।
চতুর্থ স্থানে যৌথভাবে রয়েছে রাঙামতি এবং জগদ্ধাত্রী—দুটোর রেটিংই ৬.১। যদিও কিছুটা পিছিয়ে থাকলেও নিয়মিত দর্শক ধরে রেখেছে দুটি সিরিয়ালই। পঞ্চম স্থানে রয়েছে চিরদিনই তুমি যে আমার এবং দাদামণি, দুটোই স্কোর করেছে ৬.০। ধারাবাহিকগুলি নিজেদের জায়গা ধরে রাখলেও প্রথম তিনের কাছে পৌঁছতে হলে গল্পে আরও চমক আনার প্রয়োজন আছে এখানেই।
আরও পড়ুনঃ হেমা মালিনীকে চু’মু খাওয়ার লোভেই বারবার শুটিং নষ্ট, পয়সার জোরে রিটেক করাতেন ধর্মেন্দ্র! সেটে স্পটবয়দের ২০ টাকা করে ঘুষ দিতেন প্রতিটা টেকের জন্য! বাড়তে বাড়তে টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়িয়েছিল জানেন?
এবার দেখে নেওয়া যাক আজকের পুরো টিআরপি তালিকা—
১) পরশুরাম – 6.8
২) বিদ্যা ব্যানার্জি – 6.6
৩) পরিণীতা – 6.3
৪) রাঙামতি, জগদ্ধাত্রী – 6.1
৫) চিরদিনই তুমি যে আমার, দাদামণি – 6.0
Trending Shows
ও মোর দরদিয়া – 5.4
কম্পাস – 5.0
তুই আমার হিরো – 4.8
