জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ধর্মেন্দ্রকে হারিয়ে ভেঙে পড়েছেন অভিনেত্রী হেমা মালিনী! সমাজমাধ্যমে এসে অবশেষে জানালেন মনের কথা

বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্রের মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। তবে সবচেয়ে গভীর আঘাত এসেছে হেমা মালিনীর জীবনে। সেদিন পবন হংস শ্মশানে ছলছল চোখে পৌঁছেছিলেন অভিনেত্রী। সংবাদমাধ্যমের সামনে একটিও কথা বলেননি তিনি। অবশেষে স্বামীকে হারানোর বেদনা নিজের সমাজমাধ্যমে তুলে ধরলেন ‘ড্রিমগার্ল’।

হেমা লিখেছেন, ধর্মেন্দ্র শুধু তাঁর স্বামীই নন, জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। তিনি জানান, ধর্মেন্দ্র তাঁদের দুই কন্যা ঈশা এবং অহনার জন্য ছিলেন নিখুঁত বাবা। পাশাপাশি হেমার কাছে তিনি ছিলেন বন্ধু, সহায়ক, পথপ্রদর্শক। জীবনের সুখ–দুঃখের প্রতিটি মুহূর্তে অভিনেত্রী যাঁর কাছে নির্ভর করতে পারতেন তিনি ছিলেন ধর্মেন্দ্র। হেমার কথায়, তাঁর জীবনের প্রতিটি অধ্যায়ে স্বামীর অবদান অমূল্য।

ধর্মেন্দ্রকে স্মরণ করতে গিয়ে হেমা তুলে ধরেন তাঁর সহজ-সরল স্বভাবের কথা। খ্যাতির শীর্ষে থেকেও কীভাবে তিনি মাটির মানুষ হয়ে থাকতে পারতেন, সে কথাই স্মরণ করেন অভিনেত্রী। তাঁর মতে, প্রতিভা, সাফল্য আর জনপ্রিয়তার বাইরেও ধর্মেন্দ্রকে বিশেষ করে তুলেছিল তাঁর আন্তরিকতা। হেমা বিশ্বাস করেন, ভারতীয় চলচ্চিত্রজগতে ধর্মেন্দ্রর অবদান সময়ের সঙ্গে আরও উজ্জ্বল হয়ে থাকবে।

ব্যক্তিগত জীবনে এই ক্ষতি যে তাঁর জন্য অপূরণীয়, তা অকপটে স্বীকার করেন তিনি। প্রকাশ কৌরের সঙ্গে দাম্পত্যে থাকলেও হেমাকে বিয়ে করেছিলেন ধর্মেন্দ্র। বহু দশকের সেই সম্পর্ক মনে করে হেমার মন ভারী হয়ে উঠেছে। তিনি জানান, জীবনের শেষ দিন পর্যন্ত তাঁর ভেতরে একটি শূন্যতা থেকেই যাবে। এখন কেবল সেই দীর্ঘ সময়ের ভালোবাসা আর স্মৃতিই সঙ্গ দেবে তাঁকে।

কয়েক মাস ধরেই অসুস্থ ছিলেন ধর্মেন্দ্র। দীর্ঘ চিকিৎসার পর বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। অবশেষে সোমবার নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই মহান অভিনেতা। তাঁর মৃত্যুর পরে হেমার এই আবেগঘন প্রতিক্রিয়া আরও একবার বুঝিয়ে দিল, ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্রর স্থান কত গভীরভাবে গেঁথে ছিল তাঁর হৃদয়ে।

Piya Chanda

                 

You cannot copy content of this page