জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘অপর্ণা’ কে হবেন? টেলিপাড়ায় তুমুল প্রতিযোগিতা, জিতুর নতুন নায়িকা নিয়ে কে হচ্ছেন তাই নিয়ে শুরু জোর গুঞ্জন

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক চলছে নায়িকা ছাড়াই প্রায় এক সপ্তাহ। তবুও টিআরপি তালিকায় কোনও প্রভাব পড়েনি—বরং এই সপ্তাহে ধারাবাহিক জায়গা করে নিয়েছে প্রথম পাঁচে। পর্দায় দেখানো হচ্ছে হারিয়ে গেছে অপর্ণা, আর পর্দার বাইরে চলছে নতুন নায়িকা খোঁজার তৎপরতা।

আগে শোনা গিয়েছিল, সম্পূর্ণ নতুন মুখ দেখা যাবে অপর্ণা চরিত্রে। কিন্তু সূত্রের খবর—লুকসেটের জন্য যাঁরা গিয়েছিলেন, তাঁদের মধ্যে দু’জন আবার টেলিপাড়ার চেনা মুখ। সম্পূর্ণা মণ্ডল ও সোমু সরকার দু’জনকেই দেখা গিয়েছে লুক টেস্টে। শুটিং স্টুডিয়োর অন্দরে নাকি তাঁদের নিয়ে চলছে জোর আলোচনা।

ঘনিষ্ঠ মহলের দাবি—সম্পূর্ণা মণ্ডলই আপাতত সবচেয়ে এগিয়ে। তবে চ্যানেল বা নির্মাতারা এখনও আনুষ্ঠানিকভাবে কোনও ঘোষণা করেননি। তাই কে শেষ পর্যন্ত অপর্ণার চরিত্রে অভিনয় করবেন তা এখনও নিশ্চিত নয়।

এদিকে দর্শকদের একাংশ মনে করছেন, জিতুর প্রাক্তন স্ত্রী নবনীতা দাসকে ফেরানো হলে ভালোই হত। আবার সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ অভিনেত্রী সৃজা দত্তের নামও প্রস্তাব করেছেন। তবে সৃজা স্পষ্ট জানিয়েছেন—তিনি এখন কোনও ধারাবাহিক করছেন না, পরীক্ষা নিয়ে ব্যস্ত।

সব মিলিয়ে ‘নতুন অপর্ণা’কে নিয়ে আগ্রহ তুঙ্গে। কে জিতবেন এই দৌড়—টেলিপাড়া অপেক্ষায় দিন গুনছে।

Piya Chanda

                 

You cannot copy content of this page