চিরদিনই তুমি যে আমার-এ জিতু কমল ফিরে এলেও দিতিপ্রিয়া রায় আর ফিরছেন না। নায়িকা ধারাবাহিক ছেড়ে দিয়েছেন, আর সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন— নতুন অপর্ণা কে? জি বাংলা ইতিমধ্যেই লুক সেট করছে, তবে এখনও কাউকে চূড়ান্ত করা হয়নি। শোনা যাচ্ছে, একেবারে নতুন মুখই আসতে পারে। খুব শিগগিরই নতুন প্রোমো দিয়ে দর্শকদের সামনে আনা হবে ‘নতুন অপর্ণা’-কে।
দিতিপ্রিয়া সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই সম্পূর্ণ চুপ। সোশ্যাল মিডিয়ায়ও কোনও প্রতিক্রিয়া দেননি তিনি। কিন্তু জিতু, অর্থাৎ অনস্ক্রিন ‘আর্য সিংহ রায়’, বরাবরের মতোই সক্রিয়। ধারাবাহিকের টিমকে ধন্যবাদ জানিয়ে একের পর এক পোস্ট করছেন তিনি। তাঁর কথায়, একজন সাধারণ মানুষকে নায়ক বানাতে অনেক পরিশ্রম লাগে, তাই দর্শকের ভালোবাসাই তাঁদের শক্তি।
এরপর আরও একটি পোস্টে বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জিতু। সেই পোস্টে একজন নেটিজেন মন্তব্য করেন— জিতুর সব ভক্ত নাকি ‘ফেক’ এবং তিনি দিতিপ্রিয়াকে নাকি খারাপ কথা বলেছেন! মন্তব্যটি নজরে আসতেই শান্ত গলায় জবাব দেন জিতু। তিনি লেখেন, যদি তিনি খারাপ কিছু বলে থাকেন তাহলে প্রমাণ দিতে। পাশাপাশি বলেন, তাঁর ভক্তরা অন্ধ নয়— ভুল হলে ধরিয়ে দেয়। তাই তাঁরা তাঁর আত্মীয়ের মতো।
দিতিপ্রিয়ার সঙ্গে মতবিরোধের পর শোনা গিয়েছিল, জিতুর নাকি নির্মাতাদের সঙ্গেও সমস্যা হয়েছে। এমনকি ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নিয়ে এনওসিও জমা দেন তিনি। তখনই সোশ্যাল মিডিয়ায় তুমুল হইচই ফেলে দেন তাঁর অনুরাগীরা। তাঁদের প্রতিবাদে চ্যানেলকেও চাপের মুখে পড়তে হয়। শেষ পর্যন্ত চ্যানেল জিতুকে ফিরিয়ে আনে গল্পে।
আরও পড়ুনঃ ‘অপর্ণা’ কে হবেন? টেলিপাড়ায় তুমুল প্রতিযোগিতা, জিতুর নতুন নায়িকা নিয়ে কে হচ্ছেন তাই নিয়ে শুরু জোর গুঞ্জন
সব মিলিয়ে ধারাবাহিককে ঘিরে উত্তেজনা তুঙ্গে। দিতিপ্রিয়া নেই, নতুন অপর্ণা এখনও চূড়ান্ত হয়নি, জিতুকে ঘিরে আবারও নতুন বিতর্ক উঠেছে সোশ্যাল মিডিয়ায়। এখন দেখার, চ্যানেল কাকে বেছে নেয় অপর্ণার চরিত্রের জন্য— পরিচিত নাকি সম্পূর্ণ নতুন কোনও মুখ। উত্তরের অপেক্ষায় দর্শকরা।
