জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

বেনারসের পর, এবার লাল মাটির পুরুলিয়ায় হাজির একেনবাবু! সেখানে অপেক্ষা করছে কোন নতুন রহস্য? ছুটি কাটাতে গিয়ে পরবেন না তো, চরম বিপদে?

একেনবাবুর রহস্যভেদের কাহিনি আট থেকে আশি—সব বয়সের দর্শকের প্রিয়। ওটিটি থেকে বড়পর্দা, যেখানেই তিনি আসেন, রহস্য আর মজা দুই-ই জমে যায়। সম্প্রতি মুক্তি পেয়েছিল একেনবাবুর ছবি ‘বেনারসে বিভীষিকা’, যা যথারীতি দারুণ প্রশংসা পায়। এবার আবার ফিরছে সিরিজের নতুন মরশুম, হইচই-এ আসতে চলেছে নবম সিজন।

শোনা যাচ্ছে, এবার একেনবাবুর অভিযান পুরুলিয়ায়। লাল মাটির এই জেলায় কী নতুন রহস্য অপেক্ষা করছে, তা এখনও গোপন রাখা হয়েছে। তবে জানা গেছে, পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ইতিমধ্যেই লোকেশন দেখে নিয়েছেন। খুব শিগগিরই শুরু হবে নবম সিজনের শুটিং।

আগের মতোই একেন্দ্র সেনের ভূমিকায় থাকছেন অনির্বাণ চক্রবর্তী, সঙ্গে বাপি—সুহোত্র মুখোপাধ্যায় এবং প্রমথ—সোমক ঘোষ। এই ত্রয়ীর বুদ্ধি, ভুলভাল হাস্যরস আর রহস্যের খেলাই একেনবাবুকে আলাদা করে তোলে। এবারও ছুটি কাটাতে গিয়েই রহস্যের জালে জড়াবেন একেনবাবু।

একেনবাবুর গল্পে যেকোনো স্থানের সংস্কৃতি তুলে ধরার বিশেষ কৌশল রয়েছে পরিচালক জয়দীপের। পুরুলিয়ায় শুটিং মানেই দর্শকরা আশা করছেন এই জেলার বিখ্যাত ছৌ নাচ, পাহাড়, অরণ্য আর লোকঐতিহ্যের ঝলক সিরিজে দেখা যাবে। ফলে রহস্যের পাশাপাশি থাকছে ভরপুর স্থানীয় আভাস।

চিত্রনাট্য লিখছেন আগের মতোই পদ্মনাভ দাশগুপ্ত। অনির্বাণ, সুহোত্র, সোমক—এই স্থায়ী দল ছাড়াও নতুন সিজনে যুক্ত হবেন টলিউডের আরও কয়েকজন পরিচিত মুখ। তবে সবচেয়ে বড় প্রশ্ন—এই সিজনের ভিলেন কে? সেটা জানতে দর্শকদের অপেক্ষাই করতে হবে।

Rimi Datta

রিমি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। কপি রাইটার হিসেবে সাংবাদিকতা পেশায় চার বছরের অভিজ্ঞতা।