টলিউডে আবারও নতুন প্রেমকাহিনির জোর গুঞ্জন। দীর্ঘদিন ধরেই পরিচালক ও এই জনপ্রিয় নায়িকার সম্পর্ক নিয়ে ফিসফাস চলছিল ইন্ডাস্ট্রিতে। বিভিন্ন অনুষ্ঠান, পার্টি কিংবা প্রকাশ্য মঞ্চে তাঁদের একসঙ্গে দেখা গেলেও দু’জনেই বারবার ‘ভাল বন্ধু’ বলেই পরিচয় দিয়েছেন। তবে যখনই পরিচালকের নাম ওঠে, নায়িকার গালে পড়া টোল আর লাজুক হাসি যেন অন্য গল্প বলে।
পরিচালক বহু বছর ধরেই নানা নায়িকার সঙ্গে নাম জড়ানোর অভিজ্ঞতা রাখেন, কিন্তু কখনওই নিজে মুখ খুলে কিছু স্বীকার করেননি। তার উপর আবার তিনি বিবাহিত। কিছুদিন আগে তাঁর বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা তৈরি হলেও জানা যায়, তাঁর স্ত্রী এখনো বিদেশে বাবা-মা ও সন্তানসহই থাকেন। আলাদা থাকলেও বিচ্ছেদ হয়নি। এর মধ্যেই পরিচালকের জীবনে প্রবেশ করেন এই তরুণী নায়িকা, আর তাঁদের ঘনিষ্ঠতা দ্রুতই প্রথম পাতার খবরে পরিণত হয়।
এখন শোনা যাচ্ছে, সম্পর্ক আর লুকোনোর চেষ্টা করছেন না তাঁরা। একসঙ্গে একই বাড়িতে থাকতে শুরু করেছেন। আর এই একত্রবাসই রীতিমতো অগ্নিপরীক্ষার মুখে ফেলেছে নায়িকার পরিবারকে। মফস্বলের মেয়ে হওয়ায় পরিবারের কাছে তাঁর প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। কিন্তু অভিনয়ের টানে শহরে থেকে যাওয়া এই নায়িকা বাড়ির অমত সত্ত্বেও পরিচালকের সান্নিধ্য ছাড়তে নারাজ।
ক্যারিয়ারের কয়েক বছরের মধ্যেই অভিনয়জগতে নিজের জায়গা তৈরি করেছেন তিনি। আগের কোনও সম্পর্কের গুঞ্জন না থাকলেও চলতি বছর থেকেই তাঁর সঙ্গে পরিচালকের প্রেম নিয়ে কথাবার্তা শুরু হয়। শুটিংয়ের ফাঁকে সমুদ্রতটে তাঁদের একান্তে সময় কাটানোর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সেই গুঞ্জন আরও জোরালো হয়ে ওঠে। টলিউডের পার্টি হোক বা ব্যক্তিগত অনুষ্ঠান, দু’জনকে একসঙ্গে দেখা এখন নিত্যদিনের ঘটনা।
আরও পড়ুনঃ জগদ্ধাত্রী রূপে আজকেই শেষ শুটিং অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের! কবে শেষবারের মতো জি বাংলার জনপ্রিয় জুটি জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভুকে একসঙ্গে দেখবেন দর্শকরা?
সমাজমাধ্যমেও কোনও রাখঢাক নেই। কখনও নাচের তালে মেতে উঠছেন দু’জনে, কখনও আবার আনমনে একে অপরের দিকে তাকিয়ে থাকা—সবই ধরা পড়ছে অনুরাগীদের চোখে। যদিও সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি, তবু ‘ভাল বন্ধু’ ট্যাগের অবস্থান যে অনেক আগেই বদলে গেছে, তা টলিপাড়ার সকলেই এখন বুঝতে পারছেন।
