জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠিঝোরা’ (Mithijhora) শেষ হয়ে গেলেও কিছু চরিত্র এখনও দর্শকদের মনে থেকে গেছে। বিশেষ করে রাই আর মিষ্টির সম্পর্ক, যেটা এই ধারাবাহিকে আলাদা মাত্রা যোগ করেছিল। পরিবারে নানা টানাপোড়েনের মাঝেও দু’জনের বন্ধুত্বের থেকেও এক বিশ্বাসের সম্পর্ক তৈরি হয়েছিল, যেটা খুব একটা দেখা যায় না। রাইয়ের জীবনে যেভাবে সবাই তাকে ভুল বুঝেছিল, সেখানেই তাঁর বৌমনি মিষ্টি হয়ে উঠেছিল তার সবচেয়ে কাছের মানুষ।
রাইয়ের জীবনটা কখনোই খুব মসৃণ ছিল না। মা থেকেও যেভাবে মায়ের স্নেহ থেকে তিনি বঞ্চিত হয়েছেন, সেটা তাকে আরও একা করে দিয়েছিল। অথচ ঠিক সেই সময়েই মিষ্টি তার পাশে দাঁড়িয়ে রাইকে বুঝিয়েছিল যে রক্তের সম্পর্কেই সব সময় সম্পর্ক গড়ে ওঠে না। ননদ-বৌদির সম্পর্ক নিয়ে সমাজে যত ধরনের ভুল ধারণা আছে, মিঠিঝোরার এই দুই চরিত্র যেন সেই ধারণাকে চ্যালেঞ্জ করেছিল নিজেদের মতো করে।
এই চরিত্রে অভিনয় করেছিলেন পূজা বণিক (Puja Banik) এটা তো দর্শকদের জানা। কিন্তু পূজার আরও একটা দারুণ প্রতিভা আছে, যা তিনি খুব একটা প্রকাশ করেন না। বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে, জি বাংলার নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’তে। এই ধারাবাহিকের সহ-অভিনেত্রী পাপিয়া সেন সম্প্রতি জানিয়েছেন, পূজা নাকি সুযোগ পেলেই নিজের মনে গুনগুন করে গান করেন। মেকআপ রুমেও কখনও কখনও সবাইকে অবাক করে দিয়ে গান ধরেন।
আর তার গলার স্বর নাকি অবিশ্বাস্য রকম সুন্দর! তবে মজার বিষয় হলো, তিনি এতটা ভালো গান গাইলেও সেটা নিয়ে একদমই বড়াই করেন না। বরং কেউ তাকে গান গাইতে বলতে গেলে উল্টে লজ্জা পেয়ে যান। এই লাজুক অভ্যাসের জন্যই হয়তো তার এই প্রতিভা সম্পর্কে খুব কম মানুষই জানতেন। অভিনয়ের মতো গানেও তিনি আলাদা দক্ষতা রাখেন, কিন্তু প্রকাশ্যে আনতে চান না এটুকুও।
আরও পড়ুনঃ বিবাহিত পরিচালকের সঙ্গে লুকিয়ে এক’ত্রবাস, ক্ষেপে আগুন নায়িকার বাবা — টলিপাড়ায় তোলপাড়! কে সেই নায়িকা?
সব মিলিয়ে ছোটপর্দার অভিনেত্রী পূজা বণিক এমন একজন শিল্পী, যিনি শুধু অভিনয়ের মাধ্যমে নয় বরং ব্যক্তিত্বের মধ্যেও এক ধরনের স্বতঃস্ফূর্ততা বহন করেন। ‘মিঠিঝোরা’ থেকে ‘কনে দেখা আলো’, দুই ক্ষেত্রেই তিনি নিজের কাজ দিয়ে দর্শকদের মন জিতে নিয়েছেন। তার এই লুকানো কিন্তু সুন্দর প্রতিভার গল্পটাও তার সাদামাটা, নিভৃত স্বভাবের মতোই মন ছুঁয়ে যায়। আপনাদের কেমন লাগে পূজার অভিনয়?
