ছোটপর্দায় দীর্ঘদিন কাজ করতে করতে অভিনেতা ‘কুশল চক্রবর্তী’ (Kushal Chakraborty) নিজেই যেন সময়ের পরিবর্তনটা খুব কাছ থেকে দেখেছেন। একসময় টেলিভিশন মানেই ছিল সীমিত সুযোগ, কম কাজ কিন্তু কঠিন প্রতিযোগিতা। তখন অভিনয় মানে শুধু পর্দায় থাকা নয়, নিজের জায়গা তৈরি করে টিকে থাকা। সেই সময়ের অভিনেতারা চরিত্র বদলালেও তাঁদের পরিচয় বদলাত না, নামটাই ছিল আসল পরিচিতি। আজকের পরিস্থিতি দেখে কুশলের মনে হয়, সেই ছবিটা অনেকটাই পাল্টে গেছে আর এই বদল তাঁকে ভাবায়।
বর্তমানে বিনোদনের জগৎ অনেক বেশি দ্রুতগতির। অসংখ্য চ্যানেল, তাতে অসংখ্য ধারাবাহিক আর তার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা পাওয়ার রাস্তাও অনেক ছোট। কুশলের চোখে এটা এক ধরনের ‘ইনস্ট্যান্ট পপুলারিটি’। মাত্র কয়েক দিনের মধ্যেই দর্শক কাউকে চিনে ফেলছেন, কিন্তু সেই চেনা কি দীর্ঘদিনের? এখানেই তাঁর আশঙ্কা। আজ যাঁকে সবাই একটি চরিত্রের নামে জানছেন, দু’বছর পরে তাঁকে আদৌ মনে রাখবেন তো? অভিনেতার নাম ধীরে ধীরে আড়ালে চলে যাচ্ছে, চরিত্রটাই হয়ে উঠছে মুখ্য পরিচয়।
এই সবের মাঝেই সবচেয়ে বড় প্রশ্নটা থেকেই যায়, পরিচিতির স্থায়িত্ব। কুশল চক্রবর্তীর উদ্বেগ সেখানেই। আজ চরিত্রের নামেই অভিনেতাকে চেনা হচ্ছে, কিন্তু অভিনেতার নামটা হারিয়ে যাচ্ছে ভিড়ে। সাত দিনে খ্যাতি আসছে, কিন্তু সেই খ্যাতি কতদিন থাকবে, তার কোনও নিশ্চয়তা নেই। অভিনেতা তাই বলেছেন, “আগে মেগা সিরিয়ালও ছিল না। শঙ্কর চক্রবর্তী, ভাস্কর চট্টোপাধ্যায়ের মতো অভিনেতাদের সঙ্গে টিকে থাকা কঠিন ছিল। এখন জনপ্রিয়তা তাড়াতাড়ি এলেও, কিন্তু স্থায়িত্ব কম।
আগে শঙ্কর চক্রবর্তীর নাম সকলেই জানত, যে চরিত্রই করুক। এখন লোকে চেনে বাহা, ওম ও তোড়াকে। এখন চরিত্রের নামে অভিনেতাকে চেনে সবাই, অভিনেতার নামে চরিত্রকে নয়! এখন সাত দিনে পরিচিতি তৈরি হচ্ছে!” এই পরিবর্তনের মধ্যেও কুশল টেলিভিশনকে পুরোপুরি নাকচ করেন না। বরং তাঁর মতে, ছোটপর্দা অভিনয়ের জন্য একটা বড় সুযোগের জায়গা। একই সময়ে নানা ধরনের চরিত্রে নিজেকে পরীক্ষা করার সুযোগ এখানে মেলে।
আরও পড়ুনঃ আগে তারকার ছোঁয়া ছিল স্বপ্ন, সেখানে আজ বেডরুমও প্রকাশ্যে! ভ্লগিংয়ের যুগে বদলে যাচ্ছে স্টারডমের আসল সংজ্ঞা! সবকিছু প্রকাশ্যে এনে কি নিজেরাই ভাঙছেন খ্যাতির দেয়াল? তারকাদের অতিরিক্ত সহজলভ্যতাই কি কমিয়ে দিচ্ছে দর্শকের মোহ?
ক্যামেরার সামনে দাঁড়ালে মাধ্যমের তফাত ভুলে যাওয়াটাই তাঁর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। তবে বাস্তবতাকে অস্বীকার করার জায়গা নেই। আজকের ছোটপর্দার বিনোদন পুরোপুরি টিআরপি-নির্ভর আর সেটা মানতেই হবে। কুশল স্পষ্ট করে বলেছেন, ধারাবাহিক মূলত একটি ব্যবসা। এখানে দর্শককে ধরে রাখাই প্রথম শর্ত। টেলিভিশনে রাজস্ব আর জনপ্রিয়তার হিসাবটা মাথায় রাখতেই হয়। তবে, এই অস্থির সময়ের মধ্যেই তিনি দাঁড়িয়ে আছেন অভিজ্ঞতার জায়গা থেকে আর আশা রাখছেন, অভিনয় যেন শুধু মুহূর্তের আলোয় নয় বরং সময়ের পরীক্ষাতেও টিকে থাকতে পারে।
