জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ছবির আসল নায়িকা ও-ই…এত অল্প বয়সে এমন অভিনয় বিরল, ওর বাবা হতে পেরে গর্বিত!’ ইধিকা বা জ্যোতির্ময়ী নয়, অনুমেঘাকেই নায়িকা মানছেন দেব! ‘প্রজাপতি ২’তে শিশুশিল্পীর অভিনয়ে মুগ্ধ হয়ে প্রশংসায় পঞ্চমুখ দেব! কেমন ছিল পর্দায় তাঁর বাবা হওয়ার অভিজ্ঞতা?

বক্স অফিসে বাবা ও ছেলের আবেগঘন সম্পর্ককে কেন্দ্র করে ‘প্রজাপতি’ যে আলাদা জায়গা করে নিয়েছিল, তা আজও দর্শকদের মনে টাটকা। দেব (Dev) আর মিঠুন চক্রবর্তীর রসায়ন শুধু সফলই হয়নি, বরং বহু দর্শকের ব্যক্তিগত অনুভূতির সঙ্গেও মিশে গিয়েছিল। সেই ছবির রেশ কাটতে না কাটতেই বড়দিনে আসছে তার পরের অধ্যায়, ‘প্রজাপতি ২’ (Prajapati 2) । ইতিমধ্যেই মুক্তি পাওয়া টিজার ও গানে ইঙ্গিত মিলেছে, সম্পর্কের উষ্ণতা থেকে পারিবারিক টানাপড়েন এবার আরও একটু অন্যভাবে ধরা দেবে। পুরনো আবেগের সঙ্গে নতুন চরিত্র ও পরিস্থিতি মিলিয়ে ছবিটিকে ঘিরে আগ্রহ তৈরি হয়েছে স্বাভাবিকভাবেই।

সম্প্রতি ছবির প্রচারে এসে দেব যেসব কথা বলেছেন, তার মূল সুর ঘুরে ফিরে এসে থেমেছে একটাই জায়গায়, এই ছবির হৃদয় আসলে এক ছোট্ট শিল্পী! দেবের মুখে স্পষ্ট, ‘প্রজাপতি ২’-এর আসল নায়িকা ইধিকা বা জ্যোতির্ময়ী নন, বরং শিশুশিল্পী অনুমেঘা কাহালি (Anumegha Kahali)। বড় বড় অভিনেতাদের ভিড়েও যেভাবে সে নিজের জায়গা তৈরি করেছে, তা নাকি তাঁকে বারবার চমকে দিয়েছে। দেবের মতে, অনুমেঘার সংলাপ বলার ভঙ্গি থেকে চোখের ভাষা আর স্বাভাবিক অভিনয় এমন স্তরের, যা অনেক অভিজ্ঞ অভিনেত্রীকেও টেক্কা দিতে পারে।

প্রচারের মঞ্চে দাঁড়িয়ে এমন অকপট প্রশংসা খুব সহজে আসে না, সেটাও বোঝা যাচ্ছিল। প্রসঙ্গত, এই ছবিতে দেবকে দেখা যাবে একজন সিঙ্গেল ফাদারের ভূমিকায়, যা তাঁর নিজের কাছেও বহুদিনের ইচ্ছে ছিল। দেব এদিন বললেন, পর্দায় নানা ধরনের সম্পর্ক তিনি তুলে ধরেছেন ঠিকই, কিন্তু মেয়ের বাবার একাকিত্ব, দায়িত্ব আর নীরব লড়াইটা যেন এতদিন ছোঁয়া হয়নি। সেই অভাব থেকেই এই চরিত্রে আসা। গল্পের কেন্দ্রে বাবা ও মেয়ের সম্পর্ক থাকায় দু’জনের অভিনয়ই ভীষণ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সেই জায়গায় অনুমেঘা নাকি এক মুহূর্তের জন্যও দায়িত্ব এড়িয়ে যায়নি, বরং পুরো ছবিজুড়ে অবলীলায় সেই চাপ সামলে নিয়েছে। ছবির একটা বড় অংশের শুটিং হয়েছে লন্ডনে। গল্প অনুযায়ী, সেখানেই মেয়েটির জন্ম ও ছোটবেলা কেটেছে। তাই তার কথা বলায় হালকা ব্রিটিশ টান থাকা প্রয়োজন ছিল। দেব জানালেন, এই বিষয়টা নিয়েও কোনও দ্বিধা ছাড়াই কাজটা করে গেছে অনুমেঘা। ছোট বয়স হলেও চরিত্রের খুঁটিনাটি বোঝা এবং তা পর্দায় ফুটিয়ে তোলার ক্ষমতা ওর মধ্যে রয়েছে বলেই তাঁর বিশ্বাস।

দেবের কথায়, অনুমেঘাকে বাদ দিলে এই ছবি কল্পনাই করা যেত না, এতটাই গুরুত্বপূর্ণ তার উপস্থিতি। যদিও ছবিতে দেব ও মিঠুন চক্রবর্তীর পাশাপাশি ইধিকা পাল, অপরাজিতা আঢ্য, খরাজ মুখোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক এবং নতুন মুখ জ্যোতির্ময়ী কুণ্ডুও রয়েছেন। তবু প্রচারের আলোয় বারবার উঠে আসছে সেই একরত্তি শিল্পীর নাম। দেবের আশা, ভবিষ্যতে যদি অনুমেঘা এমন চরিত্র আরও পায়, তাহলে অভিনেত্রী হিসেবে সে অনেক দূর যাবে। ‘প্রজাপতি ২’ তাই শুধু একটি সিক্যুয়েল নয়, বরং এক নতুন অভিনেত্রীর আত্মপ্রকাশের গল্প হিসেবেও মনে রাখার মতো হয়ে উঠতে চলেছে।

Piya Chanda