অপর্ণার হাত ধরে গল্পে পা রাখল রাজনন্দিনী। আর্য সিংহ রায়ের সঙ্গে সাতপাকের দৃশ্যেই প্রথম দেখা মিলল তাঁর। বাস্তব আর পরাবাস্তবের মিশেলে তৈরি হচ্ছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন অধ্যায়। আনন্দবাজার ডট কম আগেই জানিয়েছিল, গল্পে বড় মোড় আনতে আনা হবে আর্যের মৃত স্ত্রীকে। সেই চরিত্রেই অভিনয় করছেন পায়েল দে।
সম্প্রতি প্রকাশ্যে এসেছে রাজনন্দিনীর লুক। লাল বেনারসি, ঝলমলে গয়না আর লাল গোলাপের মালায় একেবারে বধূর সাজে পায়েল। দর্শকের মনে প্রশ্ন, তাঁর প্রবেশ কি সরাসরি বিয়ের মণ্ডপ থেকেই। এ বিষয়ে অভিনেত্রী নিজেও নিশ্চিত নন। তিনি জানিয়েছেন, আপাতত শুধু টিজ়ারের শুটিং হয়েছে, চিত্রনাট্য এখনও লেখা চলছে।
পর্দায় বিয়ের দৃশ্যে পায়েলকে বহু বারই দেখা গেছে। সেই প্রসঙ্গ উঠতেই মৃদু হেসে অভিনেত্রী বলেন, এ বার বিষয়টা একটু আলাদা। কারণ এই বিয়ের দৃশ্যে তাঁর চরিত্রটি মৃত। টিজ়ারে তাই অপর্ণার মধ্যেই রাজনন্দিনীর উপস্থিতি অনুভব করা যায়। এই অভিনব ভাবনাই তাঁকে চরিত্রটি নিতে আগ্রহী করেছে।
ছোটপর্দায় সম্ভবত এই প্রথম অশরীরী চরিত্রে দেখা যাবে পায়েলকে। তিনি স্পষ্ট জানালেন, এখন আর যে কোনও চরিত্রে অভিনয় করেন না। গল্প আর চরিত্রে আলাদা কিছু থাকলেই তিনি রাজি হন। কত দিন তাঁকে ধারাবাহিকে দেখা যাবে, সে বিষয়ে এখনও কিছু জানা নেই। তবে প্রযোজনা সংস্থা এসভিএফের উপর তাঁর পূর্ণ আস্থা রয়েছে।
আরও পড়ুনঃ ‘পর্দা হোক বা বাস্তব, বাবাই আমার প্রথম ও প্রকৃত শিক্ষক…আমি আজ যা কিছু তোমার জন্যই!’ বিশ্বজিৎ চট্টোপাধ্যায়কে জন্মদিনের আবেগী পুত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হৃদয়স্পর্শী শ্রদ্ধাঞ্জলি!
দীর্ঘদিন পরে জনপ্রিয় ধারাবাহিকে তাঁর প্রত্যাবর্তনের খবরে খুশির হাওয়া অনুরাগীদের মধ্যে। ফোন আর শুভেচ্ছায় ভেসেছেন অভিনেত্রী। টিজ়ার প্রকাশ্যে আসতেই দর্শকের কৌতূহল আরও বেড়েছে। রাজনন্দিনীকে ঠিক কী ভাবে গল্পে তুলে ধরা হবে, সেই রহস্য ভেদ করার অপেক্ষায় এখন সকলেই।
