জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

‘ইধিকা নাকি ভবিষ্যতে দেব ছাড়া আর কারও সঙ্গে ছবি করতে চাইছেন না!’ কটা’ক্ষ দর্শকদের! ‘আমি শুধু দেবদার নায়িকা নই’- সমালোচনার সোজাসাপ্টা জবাব দিলেন ইধিকা পাল! ‘খাদান’ থেকে ‘প্রজাপতি ২’ পর্যন্ত সাফল্যের পর ভবিষ্যতে কোন পথে হাঁটবেন অভিনেত্রী?-জানালেন নিজেই!

টলিউডের বর্তমান প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে ইধিকা পাল এখন অন্যতম জনপ্রিয় নাম। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে কেরিয়ার শুরু হলেও খুব অল্প সময়ের মধ্যেই বড় পর্দায় নিজের জায়গা পাকা করে নিয়েছেন তিনি। সাবলীল অভিনয়, পর্দায় স্বাভাবিক উপস্থিতি এবং চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে সচেতনতা—এই তিনেই দর্শকের মনে আলাদা করে নজর কেড়েছেন ইধিকা।

বড় পর্দায় তাঁর সাফল্যের অন্যতম বড় অধ্যায় দেবের সঙ্গে জুটি। একের পর এক ছবিতে এই জুটি বক্স অফিসে সাড়া ফেলেছে। ‘খাদান’ থেকে শুরু করে ‘রঘু ডাকাত’—প্রতিটি ছবিতেই দর্শক ভালোবাসায় ভরিয়েছেন ইধিকা-দেব জুটিকে। সামনে মুক্তি পেতে চলেছে ‘প্রজাপতি ২’। ছবির গান ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এবং সেখানেও দর্শকের প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী।

এই সাফল্যের মাঝেই সম্প্রতি দর্শক মহলে গুঞ্জন ওঠে, ইধিকা নাকি ভবিষ্যতে দেব ছাড়া আর কারও সঙ্গে ছবি করতে চাইছেন না। এই নিয়েই শুরু হয় নানা আলোচনা। সোশ্যাল মিডিয়াতেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন অনেকেই—তবে কি ইধিকা নিজেকে একটি জুটিতেই বেঁধে ফেলছেন?

এবার সেই জল্পনাতেই নিজে মুখ খুললেন অভিনেত্রী। ইধিকা স্পষ্ট জানিয়েছেন, দেবের সঙ্গে তিনটি প্রজেক্ট করতে পেরে তিনি ভীষণ খুশি। তাঁর কথায়, এই চরিত্রগুলো এমন ছিল যে অন্য কেউ হলেও সেগুলো করতে আগ্রহী হতেন। তবে শুধুমাত্র দেবের সঙ্গেই কাজ করবেন—এমন কোনও সিদ্ধান্ত তাঁর নেই।

তিনি আরও জানান, দেবের পাশাপাশি সোহম এবং বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গেও তিনি কাজ করেছেন। অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, “দেবদার নায়িকা শুধু আমি না।” ভালো চরিত্র আর গল্প পেলে তিনি যে কোনও অভিনেতার সঙ্গেই কাজ করতে প্রস্তুত। ইধিকার কাছে চরিত্রই আসল, জুটি নয়—এটাই তাঁর কেরিয়ারের পরিষ্কার বার্তা।

Piya Chanda

                 

You cannot copy content of this page