জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

“পরিবারের দিকে কেউ চোখ তুললে খু’ন করতেও ভাবব না” — পর্দার নিশা নয়, বাস্তব জীবনে এমনই ভয়ংকর বার্তা দিলেন শ্রুতি দাস! জোয়ার ভাঁটা-র লড়াকু চরিত্রের আড়ালে বাস্তব জীবনে কেমন অভিনেত্রী? জানালেন নিজের মুখেই!

বাংলা টেলিভিশনের ধারাবাহিক মানেই এখন একঝাঁক শক্তিশালী নারী চরিত্র, যাদের লড়াই, যন্ত্রণার সঙ্গে নিজেদের মিলিয়ে নেন দর্শক। বর্তমান সময়ে এমনই এক চরিত্র ঘিরে চর্চা তুঙ্গে। পর্দার গল্প যেমন দর্শককে ভাবায়, তেমনই অভিনেত্রীদের ব্যক্তিগত মতামতও অনেক সময় আলাদা করে আলোচনায় উঠে আসে। সম্প্রতি এমনই এক মন্তব্য ঘিরে নজরে এসেছেন জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস, যা নতুন করে কৌতূহল বাড়িয়েছে দর্শকমহলে।

এই মুহূর্তে বাংলা বিনোদন জগতে পরিচিত মুখ শ্রুতি দাস। ‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’র মতো ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকের ভালোবাসা কুড়িয়েছেন বহু আগেই। অভিনয়ের পাশাপাশি স্পষ্টভাষী মনোভাবের জন্যও তিনি আলাদা পরিচিত। নিজের মতামত লুকিয়ে না রেখে সোজাসাপটা ভাবে তুলে ধরার অভ্যাসই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।

শুধু অভিনয় নয়, জীবনের নানা অভিজ্ঞতা নিয়েও বারবার মুখ খুলেছেন শ্রুতি। ছোটবেলা থেকে গায়ের রং কালো হওয়া নিয়ে কটাক্ষ শুনতে হয়েছে তাকে। সেই অভিজ্ঞতা থেকেই আত্মসম্মান, আত্মবিশ্বাস নিয়ে কথা বলতে কখনও পিছপা হননি তিনি। বর্তমানে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’-তে নিশা চরিত্রে অভিনয় করে আবারও দর্শকের নজর কেড়েছেন অভিনেত্রী।

এই ধারাবাহিকে নিশা এমন এক মেয়ে, যে নিজের বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে একা লড়াই চালিয়ে যাচ্ছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই চরিত্র প্রসঙ্গেই নিজের বাস্তব জীবনের অনুভূতির কথা জানান শ্রুতি। অভিনেত্রীর কথায়, নিশার লড়াই খুব কঠিন হলেও বাস্তবে যদি তার নিজের পরিবারের উপর কেউ আঘাত আনতে চায়, তবে তিনি আরও কঠোর হয়ে উঠতে পারেন।

সাক্ষাৎকারে শ্রুতি স্পষ্ট করে বলেন, তার পরিবার এবং স্বামীকে তিনি নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ মনে করেন। তাদের দিকে কেউ খারাপ নজরে তাকালেও বা ক্ষতি করার চেষ্টা করলে তিনি চুপ করে থাকবেন না। প্রয়োজনে কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হবেন না বলেই জানান অভিনেত্রী। পরিবারের প্রতি এই গভীর ভালোবাসা ও রক্ষার মানসিকতাই যেন শ্রুতির জীবনের আসল শক্তি।

Piya Chanda

                 

You cannot copy content of this page