জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে শানুর বিরুদ্ধে পরকী’য়ায় লিপ্ত হওয়ার অভিযোগ করেছিলেন প্রাক্তন স্ত্রী! তিন সন্তানের মায়ের বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা গায়কের! অর্থের পরিমাণ দেখে তাজ্জব সবাই

জনপ্রিয় গায়ক কুমার শানু এবং তাঁর প্রাক্তন স্ত্রী রীতা ভট্টাচার্যকে ঘিরে ফের চরম বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রীতা তাঁর দাম্পত্য জীবনের কঠিন অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনেন। সেই মন্তব্যকে কেন্দ্র করেই শানুর তরফে রীতার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি সামনে আসতেই বিনোদন জগতে শুরু হয়েছে তীব্র আলোচনা। দীর্ঘদিন নীরব থাকার পর এবার এই আইনি লড়াই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।

শানুর আইনজীবীর দাবি অনুযায়ী, রীতার বক্তব্যে গায়কের সামাজিক সম্মান এবং ব্যক্তিগত ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই কারণেই আদালতের দ্বারস্থ হওয়া হয়েছে। ১৭ ডিসেম্বর মামলার শুনানির দিন ক্ষতিপূরণ হিসেবে ৩০ লক্ষ টাকার দাবি জানানো হয়। আইনি নোটিসে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই ধরনের অভিযোগ শানুর পেশাগত জীবনেও প্রভাব ফেলছে এবং তাঁর দীর্ঘদিনের সুনাম নষ্ট করছে।

অন্যদিকে, রীতা ভট্টাচার্য সংবাদমাধ্যমের কাছে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, আদালতে যে অঙ্কের কথা বলা হয়েছে, বাস্তবে তার থেকেও অনেক বেশি ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। রীতার কথায়, শানুর তরফ থেকে পাঠানো কাগজে ৫০ কোটি টাকার ক্ষতিপূরণের উল্লেখ রয়েছে। এই দাবি শুনে তিনি হতবাক হয়ে গিয়েছেন এবং প্রশ্ন তুলেছেন, কীভাবে ধরে নেওয়া হচ্ছে যে তাঁর কাছে এত বিপুল পরিমাণ অর্থ রয়েছে।

রীতা তাঁর সাক্ষাৎকারে জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় তিনি চরম কষ্টের মধ্যে দিন কাটিয়েছেন। তাঁর অভিযোগ, সেই সময় তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে এবং ঠিকমতো খাবারও জুটত না। পাশাপাশি শানুর বিরুদ্ধে একাধিক বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ তোলেন তিনি। রীতার দাবি, সেই সময় এই বিষয়গুলি প্রকাশ্যে আসেনি এবং অল্প বয়সে তাঁকে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল।

এই বিতর্কে পুরনো প্রসঙ্গও ফের আলোচনায় এসেছে। বিগ বস অনুষ্ঠানে অভিনেত্রী কুনিকা সদানন্দ কুমার শানুর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা প্রকাশ করার পর থেকেই বিষয়টি নতুন করে আলোড়ন তোলে। রীতা জানান, সেই সময় আদালতে যেতে গিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং তাঁর পরিবারও গভীর ধাক্কা খেয়েছিল। এখন প্রশ্ন একটাই, এই মামলার পরিণতি কী হয় এবং আইনি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়।

Piya Chanda

                 

You cannot copy content of this page