ছোটপর্দায় নিত্য নতুন মুখের ভিড় লেগেই থাকে, কিন্তু খুব কম শিল্পীই আছেন যাঁরা নিজের জায়গাটা পাকা করতে পারেন। অভিনেত্রী ‘তনয়া মুখার্জি’ (Tanaya Mukherjee) সেই তালিকার একজন। দর্শকের বড় অংশ তাঁকে চেনেন, জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের ‘ঈশা’ চরিত্রের জন্য। তবে এই পরিচিতির আগে তাঁর হাঁটা পথটা একেবারেই মসৃণ ছিল না! অভিনয়ের জগতে আসার আগে তিনি মডেলিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন, সেই জগতেই নিজেকে বেশ প্রতিষ্ঠিতও করছিলেন। কিন্তু সহকর্মীদের পর্দায় কাজ দেখতে তাঁরও অভিনয়ের ইচ্ছে হয়।
তাই বলে ইচ্ছে থাকলেই যে সুযোগ মিলবে, এমনটা তো আর হয় না। প্রসঙ্গত, অডিশনের অভিজ্ঞতা তনয়ার কাছে খুব একটা সুখকর ছিল না। প্রশংসা মিলত, কিন্তু কাজের খবর আসত না। এমনকি একবার একটি ধারাবাহিকে তাঁকে চূড়ান্ত করা হয়, অথচ শেষ মুহূর্তে তাঁকে বাদ দেওয়া হয়। কারণ হিসেবে জানানো হয় যে তাঁর চেহারা নাকি ‘অভিনেত্রীর মতো নয়’! বলা হয়, গায়ের রং অতিরিক্ত ফর্সা, মুখের আকৃতিও গোল নয়, তাই যেদিন মুখ গোল হবে সেদিনই যেন চেষ্টা করেন তিনি! এই ধরনের মন্তব্য যে কতটা আঘাত দিতে পারে, তা বলার অপেক্ষা রাখে না।
সেই সময় হতাশ হয়ে আবার মডেলিংয়েই ফিরে যান তিনি, তবে নিজের ওপর বিশ্বাসটা ধরে রেখেছিলেন। ঠিক এই সময়েই আসে ‘নিম ফুলের মধু’র প্রস্তাব। খলনায়িকা ঈশার চরিত্র তনয়ার কেরিয়ারে একটা বড় মোড় এনে দেয়। চরিত্রটি শুধুই নেতিবাচক ছিল না, ছিল নানান স্তর আর ছদ্মবেশে ভরা। কখনও সাধারণ, কখনও আবার সম্পূর্ণ আলাদা রূপে নিজেকে গড়তে রাত দিন পরিশ্রম করেছেন তিনি। দর্শকের প্রতিক্রিয়াই প্রমাণ করে দেয়, সেই পরিশ্রম বৃথা যায়নি। ধারাবাহিক শেষ হয়ে গেলেও তনয়ার স্মৃতি আজও ভীষণ তাজা।
বর্তমানে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার ‘লক্ষ্মী ঝাঁপি’ ধারাবাহিকে খলনায়িকা ‘ইনকা’ চরিত্রে। সেখানেও তিনি নায়ক-নায়িকা দীপ ও ঝাপির জীবনে একের পর এক সমস্যা তৈরি করছেন। উল্লেখ্য, ছোটপর্দার পাশাপাশি ওয়েব সিরিজ এবং বড় পর্দার কাজেও ধীরে ধীরে নিজের উপস্থিতি বাড়াচ্ছেন তনয়া। ব্যক্তিগত জীবনে তনয়া পর্দার চরিত্রের থেকে অনেকটাই আলাদা। তিনি শান্ত, খোলামেলা এবং নিজের মতো থাকতেই ভালোবাসেন। এই মুহূর্তে লং ডিস্ট্যান্স সম্পর্কে রয়েছেন সুচেতক করের সঙ্গে। সুচেতক একজন পাশ্চাত্য নাচের শিক্ষক এবং তাঁর নিজস্ব ডান্স স্টুডিও রয়েছে।
আরও পড়ুনঃ মাত্র তিন মাসেই শেষ হচ্ছে এসআইটি বেঙ্গল! তীব্র ক্ষো’ভ দর্শকের মধ্যে, কী বললেন নায়ক ঋষি কৌশিক?
নাচের সূত্রেই তাঁদের আলাপ আর সেই থেকেই এই সম্পর্কের শুরু। কাজের কারণেই সুচেতককে প্রায়ই দেশ-বিদেশে ঘুরে বেড়াতে হয়, তবে মাঝেমধ্যেই সমাজের মাধ্যমে অভিনেত্রী দুজনের সুন্দর ছবি এবং ভিডিও ভাগ করে নেন। অভিনয় জগতে তনয়ার বোন শ্রীতমা মুখার্জীরও আলাদা পরিচিতি তৈরি হচ্ছে। ‘পরিণীতা’ ধারাবাহিকে খলচরিত্রে শ্রীতমাকেও দর্শক পছন্দ করেছেন। সব মিলিয়ে বলা যায়, নায়িকা না হয়েও খলনায়িকা হিসেবে দর্শকের মনে জায়গা করে নেওয়া সহজ নয়। তনয়া দেখিয়ে দিয়েছেন যে শুধু চেহারা নয়, অভিনয়ের গুণ থাকলেই আসল পরিচয় তৈরি হয়।
