আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বড়দিনেই বড় পর্দায় মুক্তি পাচ্ছে প্রজাপতি ২। ছবির প্রচারে ইতিমধ্যেই নানা জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছেন দেব। এবার সেই প্রচারের রঙ আরও চড়ালেন ছবির বাকি তারকারা, যাঁরা হাজির হলেন দিদি নাম্বার ওয়ান-এর মঞ্চে।
বড়দিনের বিকেলে রচনা বন্দ্যোপাধ্যায়ের শো মাতাতে আসেন কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী শ্রীময়ী, সঙ্গে জয় প্রামানিক ও স্বাগতা বসু, এবং পার্থ ভৌমিক ও তাঁর স্ত্রী নূতন ভৌমিক। তবে মঞ্চে কাঞ্চন আর শ্রীময়ী থাকলে যে আলাদা করে কিছু করার দরকার হয় না, তা আরও একবার প্রমাণ হয়ে গেল।
অনুষ্ঠানের নতুন প্রোমোতেই নজর কেড়েছে এক মজার মুহূর্ত। সেখানে দেখা যায়, শ্রীময়ী কোলে তুলে ঘুরাচ্ছেন কাঞ্চনকে। শুধু তাই নয়, স্বামীকে নিয়ে নাচতেও দেখা যায় তাঁকে। স্ত্রীর কথায় কাঞ্চন যে বেশ বাধ্য, সেটাও হাসিমুখে মেনে নেন অভিনেতা।
এই দৃশ্য দেখে হাসতে হাসতেই রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, বোঝাই যাচ্ছে বউ তোকে ভালোই নাচায়। মঞ্চে তখন একদিকে পাওয়ার কাপল কাঞ্চন ও শ্রীময়ী, অন্যদিকে শান্ত স্বভাবের জয় প্রামানিক ও স্বাগতা বসু। স্বাগতা বহুদিন ধরে ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত এবং নানা চরিত্রে তাঁকে দেখা গিয়েছে।
আরও পড়ুনঃ ‘পিক টাইমে কাজ না পাওয়া ইন্ডাস্ট্রির ব্যর্থতা…সমস্যা দলের নয়, কিছু নির্দিষ্ট মানুষের!’ প্রতিভার অপচয় হচ্ছে, অনির্বাণের জন্য দুঃখ প্রকাশ দেবের! কাদের দিকে আঙুল তুললেন মেগাস্টার?
এই অনুষ্ঠানে প্রথমবার দিদি নাম্বার ওয়ানের মঞ্চে হাজির হন পার্থ ভৌমিক। রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি যে সিনেমাপ্রেমী মানুষ, তা স্পষ্ট। নাটক ও ছবিতে অভিনয়ও করছেন তিনি। তবে তাঁর রোম্যান্টিক দিক নিয়ে সামান্য রহস্য ফাঁস করেন স্ত্রী নূতন ভৌমিক। সব মিলিয়ে, বড়দিনে বাবা ও ছেলের সম্পর্কের আবেগঘন গল্প দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।
