২৫ ডিসেম্বর মানেই টলিউডে আলাদা উন্মাদনা। একদিকে বড়দিনের আনন্দ, অন্যদিকে বছরের শেষ প্রান্তে দাঁড়িয়ে ইন্ডাস্ট্রির ব্যস্ততা, নতুন ছবি, তারকাদের উপস্থিতি—সব মিলিয়ে এই সময়টা টলিউডের কাছে বিশেষ। বাংলা ছবির জগতে বছরের শেষ সপ্তাহ বরাবরই গুরুত্বপূর্ণ, কারণ এই সময়েই বড় তারকাদের ছবি মুক্তি পায় এবং বক্স অফিসে শুরু হয় দর্শকের পছন্দ-অপছন্দের হিসাব। সেই সঙ্গে সমাজমাধ্যমে আলোচনা, তুলনা ও বিতর্কও বাড়তে থাকে স্বাভাবিকভাবেই।
এই দিনটিকে আরও বিশেষ করে তুলেছে মেগাস্টার দেবের জন্মদিন। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা হিসেবে দেব শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও বারবার আলোচনায় থাকেন। অভিনয়ের পাশাপাশি প্রযোজক হিসেবেও তাঁর ভূমিকা ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ। বছরের পর বছর ধরে দেবের ছবি মানেই বড় রিলিজ, বড় প্রত্যাশা এবং দর্শকের ভিড়। তাই তাঁর জন্মদিনে নতুন ছবি মুক্তি পাওয়া মানেই বাড়তি উত্তেজনা।
এ বছর দেবের জন্মদিনে মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘প্রজাপতি ২’। ছবিটি মুক্তির আগেই প্রেক্ষাগৃহ পাওয়া নিয়ে নানা তর্ক-বিতর্ক শুরু হয়েছে। সমাজমাধ্যমে যেমন চলছে সমর্থন আর বিরোধিতা, তেমনই বিভিন্ন মহলে উঠেছে প্রশ্ন—কে কতটা সুযোগ পাচ্ছে, কার ছবি কতটা স্ক্রিন পাবে। এই বিতর্কে টলিউডের অন্দরমহলও যে কিছুটা অস্বস্তিতে, তা স্পষ্ট।
এই আবহেই গতকাল রুক্মিণী মৈত্র অভিনীত ছবি ‘হাঁটি হাঁটি পা পা’-র সাকসেস পার্টিতে মুখ খুললেন দেব। সেখানে তিনি বলেন, “আমি ভুল করে ফেলেছি।” তাঁর কথায়, সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে এত কিছু না বলে সবটা দর্শক আর বক্স অফিসের উপর ছেড়ে দেওয়াই ভালো ছিল। কোন ছবি দর্শক বেশি ভালোবাসবেন, কোন অভিনয় মানুষের মনে দাগ কাটবে—সেই সিদ্ধান্ত নেবেন দর্শকরাই।
আরও পড়ুনঃ ছোটপর্দার ‘জগদ্ধাত্রী’ এবার বড়পর্দায় দেবের নায়িকা! মেগাস্টারের নতুন ছবিতে চুটিয়ে রোমান্স করবেন অঙ্কিতা! নতুন বছরে মুক্তি পাচ্ছে কোন সেই ছবি?
দেবের মতে, টলিউডের মতো ছোট একটি ইন্ডাস্ট্রিতে নিজেদের মধ্যে ঝামেলা না বাড়িয়ে দর্শকের রায়কে গুরুত্ব দেওয়াই সবচেয়ে সঠিক পথ। তাঁর এই বক্তব্যের সময় পাশে ছিলেন রুক্মিণী মৈত্র। দেবের এই মন্তব্য অনেককেই ভাবতে বাধ্য করেছে—শেষ পর্যন্ত কি সত্যিই সমস্ত বিতর্কের জবাব দেবে বক্স অফিস আর দর্শকের ভালোবাসা?
