জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

ছোটপর্দার ‘জগদ্ধাত্রী’ এবার বড়পর্দায় দেবের নায়িকা! মেগাস্টারের নতুন ছবিতে চুটিয়ে রোমান্স করবেন অঙ্কিতা! নতুন বছরে মুক্তি পাচ্ছে কোন সেই ছবি?

বড়দিনের আগেই টলিপাড়ায় বড় চমক। দেব অভিনীত প্রজাপতি ২ মুক্তির অপেক্ষার মধ্যেই আলোচনায় উঠে এল অভিনেতার পরবর্তী ছবি। শোনা যাচ্ছে, দেবের আগামী ছবির নায়িকা হতে চলেছেন ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ অঙ্কিতা মল্লিক। জগদ্ধাত্রী ধারাবাহিকের মাধ্যমে যিনি দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন, এবার নাকি বড়পর্দায় মেগাস্টারের বিপরীতে দেখা যাবে তাঁকে।

সূত্রের খবর অনুযায়ী, দেবের নতুন ছবির নাম অ্যাম্বুলেন্স দাদা। এই ছবিতেই নায়িকা হিসেবে অঙ্কিতা মল্লিকের নাম প্রায় চূড়ান্ত। যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি, তবু ইন্ডাস্ট্রির অন্দরমহলে এই খবর নিয়েই জোর গুঞ্জন। ভবিষ্যতে কাস্টিংয়ে কোনও বদল হলে তা জানা যাবে, তবে এই মুহূর্তে অঙ্কিতাই দেবের পরবর্তী ছবির প্রধান মুখ বলে মনে করা হচ্ছে।

অ্যাম্বুলেন্স দাদা ছবিটি আসলে একটি বাস্তব জীবনের গল্প। উত্তরবঙ্গের জলপাইগুড়ির করিমূল হক যিনি বাইক অ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রত্যন্ত এলাকার অসুস্থ মানুষদের হাসপাতালে পৌঁছে দিয়ে অসংখ্য প্রাণ বাঁচিয়েছেন, তাঁর জীবন কাহিনি এবার বড়পর্দায় তুলে ধরবেন দেব। এর আগেও বাঘা যতীন কিংবা গোলন্দাজ ছবিতে বাস্তব চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেতা।

উল্লেখযোগ্য বিষয় হল, দেব তাঁর ছবিতে বারবার ছোটপর্দার প্রতিভাবান অভিনেত্রীদের সুযোগ দিয়েছেন। প্রজাপতি ছবির হাত ধরেই বড়পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন যমুনা ঢাকি খ্যাত শ্বেতা ভট্টাচার্য। প্রজাপতি ২ তে রয়েছেন জ্যোতির্ময়ী কুণ্ডু যিনি বঁধূয়া ধারাবাহিকের পরিচিত মুখ। সেই ধারাবাহিকতাতেই এবার বড়পর্দায় পা রাখতে চলেছেন অঙ্কিতা মল্লিক।

এদিকে অঙ্কিতা মল্লিক অভিনীত জগদ্ধাত্রী ধারাবাহিকটি সদ্য শেষ হয়েছে। দীর্ঘদিন ধরে টিআরপি তালিকার শীর্ষে থাকা এই মেগা শেষ হতেই তাঁর অনুরাগীদের জন্য এই খবর নিঃসন্দেহে বড় উপহার। দেবের সঙ্গে বড়পর্দায় অঙ্কিতার জুটি কবে দর্শক দেখবেন তা এখনও জানা যায়নি, তবে এই ঘোষণাতেই ইতিমধ্যে উত্তেজনা তুঙ্গে।

Piya Chanda

                 

You cannot copy content of this page