জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

কিছুদিন পরেই বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে, হঠাৎ করেই ঘটে গেল দুর্ঘ’টনা? শরীরে একাধিক সেলাই, নাকে ব্যান্ডেজ নিয়ে অসুস্থ শুভ্রজিৎ! বাগদত্তা প্রিয়াঙ্কার পোস্ট ঘিরে উদ্বেগ! কী হয়েছে অভিনেতার?

প্রেমে ভরসা থাকে, থাকে টানাপোড়েনও, তবু হাতে হাত রেখে এগিয়ে যাওয়ার সিদ্ধান্তটাই সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। ছোটপর্দার অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র (Priyanka Mitra) আর শুভ্রজিৎ সাহার (Subhrojit Saha) সম্পর্কটা অনেকটা সেই পথ ধরেই এগোচ্ছে। পর্দার সামনে যাঁদের দেখানো হাসি অনেক ভক্তের মন ভালো করে দেয়, পর্দার বাইরে তাঁরাই একে অন্যের ভরসা হয়ে থাকেন আর এটাই যেন এবার আরও স্পষ্ট হয়ে ধরা দিল। সম্প্রতি প্রিয়াঙ্কার সমাজ মাধ্যমে বেশকিছু ছবি পোস্ট করেছে।

কাছের মানুষ শুভ্রজিতের জন্য শুভকামনা করে, পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। সুন্দর এবং মিষ্টি জুটির পোস্টে ভালবাসার বদলে উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল ভক্তদের! কিন্তু কেন? সেই পোস্টেই দেখা যায়, শুভ্রজিতের নাকে ব্যান্ডেজ! চেহারায় সামান্য ক্লান্তি, তবু পাশে বসে থাকা মানুষটার সঙ্গেই যেন স্বস্তিতে আছেন তিনি। তাঁরা নিজের মুখে কিছু না বললেও, শ্যুটিংয়ের ব্যস্ততার মাঝেই নাকি তিনি চোট পেয়েছেন!

ঠিক কীভাবে ঘটেছে ঘটনাটা, তা স্পষ্ট না হলেও প্রিয়াঙ্কার আভ্যন্তরীণ উদ্বেগ নজর এড়ায়নি কারোরই। আট দিন অসুস্থতা, শরীরে অনেক সেলাই আর ব্যক্তিজীবনে উঠানামার পর অবশেষে একটু হাসতে পারছেন শুভ্রজিৎ, এই কথাটাই প্রিয়াঙ্কার তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন। যদিও কোনও গুরুতর কিছু ঘটেছে বলে ইঙ্গিত তিনি দেননি, তবে শুভাকাঙ্ক্ষীরা আরোগ্য কামনা করছেন অভিনেতা।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কা-শুভ্রজিতের সম্পর্ক আজকের নয়। পরিচয়ের পথ পেরিয়ে প্রেম এসেছে অনেক আগেই। গত বছর অক্টোবরেই রেজিস্ট্রি সেরে ফেলেছেন তাঁরা, যা নিয়ে তখন টেলিপাড়ায় বেশ চর্চাও হয়েছিল। অনেকেই ভাবছিলেন যে চলতি বছরে সামাজিক বিয়ে করবেন তাঁরা। যদিও দিনক্ষণ এখনো চূড়ান্ত নয়, তবু ঘনিষ্ঠ মহলের গুঞ্জন যে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন দুজনে। যদিও নিজেদের মুখে কিছু বলেননি, বরং দুজনেই নতুন ধারাবাহিক নিয়ে ব্যস্ত।

উল্লেখ্য, প্রিয়াঙ্কার দীর্ঘদিন ধরেই পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও, স্টার জলসার ‘খড়কুটো’র ধারাবাহিকের ‘চিনি’ চরিত্র তাঁকে পরিচিতি এনে দিয়েছিল আর বর্তমানে ‘রাজ রাজেশ্বরী রানী ভবানী’তে ‘পরমেশ্বরী’র ভূমিকায় দেখা মিলছে তাঁর। অন্যদিকে, ‘রাখিবন্ধন’এ ‘বন্ধন’ চরিত্র দিয়ে শুভ্রজিতের অভিনয় শুরু। এরপর ‘করুণাময়ী রাণী রাসমণি’তে তাঁর অভিনয় নজর কেড়েছিল। দুজনেই কর্মজীবনে ব্যস্ত হলেও, ব্যক্তিগত জীবন সমান তালে এগিয়ে নিয়ে চলছেন।

সবশেষে বলতেই হয় যে এই জুটির গল্পটা নেহাতই গ্ল্যামারের নয়, বরং বাস্তবের মতোই সহজ-সরল। কাজের চাপে চোট লাগা, উদ্বেগে কয়েকটা রাত নির্ঘুম কেটে যাওয়া আর পরে আবার হাসিমুখে একসঙ্গে ছবি তোলাটাই তো সম্পর্কের উষ্ণতা। সামনে বিয়ে হোক বা আরও কিছু সময় পরে, আপাতত তাঁদের দুজনকে নিয়ে শুভকামনায় ভাসছে সমাজ মাধ্যম। জীবন থেমে নেই, তবু এগিয়ে চলার মাঝেই এই গল্পটা সবচেয়ে সুন্দর।

Piya Chanda

                 

You cannot copy content of this page