টলিউডে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের শেষ নেই। সামান্য ইঙ্গিত পেলেই সম্পর্ক ভাঙা বা ডিভোর্সের গল্প ছড়িয়ে পড়ে মুহূর্তে। সম্প্রতি সেই রকমই জল্পনার কেন্দ্রে উঠে এসেছিলেন অভিনেতা উদয় প্রতাপ সিং ও অনামিকা চক্রবর্তী। বিয়ের দু বছর কাটতে না কাটতেই তাঁদের বিচ্ছেদ নিয়ে শুরু হয় আলোচনা। অনামিকা সমাজমাধ্যম থেকে স্বামীর সঙ্গে থাকা ছবি সরিয়ে ফেলায় সেই গুঞ্জন আরও জোরদার হয়।
তবে সমস্ত জল্পনায় একেবারে জল ঢেলে দেন উদয়। বড়দিনের রাতে স্ত্রীকে জড়িয়ে ধরা দুটি ছবি শেয়ার করে তিনি শুভেচ্ছা জানান ক্রিসমাসের। ছবির সঙ্গে জুড়ে দেন রোম্যান্টিক গান সোচতা হু কাভি উসকা দিল মুঝপে আয়ে তো। এই পোস্টেই স্পষ্ট হয়ে যায় তাঁদের সম্পর্কের বাস্তব ছবি। ভালবাসার প্রকাশ্যে জানান দিয়েই যেন সব নিন্দুকের মুখ বন্ধ করে দেন অভিনেতা।
উদয় অনামিকার এই পোস্টে দারুণ খুশি তাঁদের অনুরাগীরা। মন্তব্যের ঘরে ভালবাসা আর শুভেচ্ছার বন্যা। কেউ লেখেন তোমরা আমাদের বড়দিনটা সুন্দর করে দিলে। কেউ আবার বলেন তোমাদের একসঙ্গে দেখলে আলাদা শান্তি পাই। অনেকেই চান এইভাবেই যেন তাঁরা একসঙ্গে থাকেন এবং সব ভুল বোঝাবুঝির অবসান হোক। এই ছবিই হয়ে ওঠে ভক্তদের কাছে বড়দিনের সেরা উপহার।
ডিভোর্সের গুঞ্জন নিয়ে আগেও মুখ খুলেছিলেন উদয়। এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন পরিচিত মানুষ হলেই নানা রকম কথা শুনতে হয় কিন্তু তাঁদের সম্পর্কে কোনও ভাঙন নেই। অনামিকাও জানিয়েছিলেন সমাজমাধ্যম তাঁর কাজের জায়গা। সেখানে ব্যক্তিগত জীবন তুলে ধরার প্রয়োজন নেই। আর ব্যক্তিগত বিষয় নিয়ে বাইরের কাউকে জবাব দেওয়ার ইচ্ছাও তাঁর নেই।
আরও পড়ুনঃ “আমি খুব ভুল করে ফেলেছি”— জন্মদিনে রুক্মিণীকে নিয়ে বিস্ফো*রক স্বীকারোক্তি দেবের ! ‘প্রজাপতি ২’ মুক্তির দিনেই অন্তরের কোন কথা ফাঁস করলেন মেগাস্টার? তবে, কি নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসছেন না তিনি?
কাজের দিক থেকে বর্তমানে ভালই ব্যস্ত উদয়। পরিণীতা ধারাবাহিকে রায়ান চরিত্রে তাঁকে নিয়মিত দেখা যাচ্ছে এবং টিআরপি তালিকাতেও ধারাবাহিকটি বেশ উপরের দিকে। অন্যদিকে অনামিকার কেরিয়ার এখন কিছুটা অনিশ্চিত। কাজ কম পাওয়ার কথা তিনি নিজেই স্বীকার করেছেন। আপাতত অভিনয়ের পাশাপাশি ডেইলি ভ্লগিংয়েই মন দিয়েছেন অনামিকা। নতুনভাবে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টাতেই রয়েছেন তিনি।
