জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকের সদ্য প্রকাশিত প্রোমোতে একের পড় এক নতুন ধাক্কা, যা এবার দর্শকদের মনে উত্তেজনা তৈরি করতে বাধ্য! গত পর্বের শুরুতেই ঋষির অবস্থা উদ্বেগজনক হওয়ায় তার বাবা ভেঙে পড়েন আর অন্যদিকে, উজি তার দিদির অসহিষ্ণুতা দেখে অবাক হয়ে যায়। তার মনে প্রশ্ন জাগে, কেন নিশা এতটা নির্মম কাজ করলো? যদিও সে তাকে বারবার সাবধান করেছিল।
উজির কাছে মনে হয়, প্রতিশোধ নেওয়া অপরাধের পর্যায়ে পড়ে, বিনা প্রমাণে কাউকে দোষী সাব্যস্ত করা একেবারেই অনুচিত। ঋষির জীবনের সংকটের মধ্যেই উজি তার দিদির অপরাধের কথা জানিয়ে ক্ষোভ প্রকাশ করে হাসপাতাল থেকে বেরিয়ে আসে। এদিকে, নিশা ও ভানু পালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু নিশার পায়ের আঘাত তাকে ধীরে ধীরে দুর্বল করে দিচ্ছে তবুও হাল ছাড়ে না নিশা।

এদিকে, ঋষিকে উজির রক্ত দেওয়া এবং হাসপাতালে সহকারী তার পরিচিতি বুঝে ফেলা সব কিছুই পরিস্থিতি আরও জটিল করে তুলেছে। অন্যদিকে, হোটেলের রুমের বাইরে রক্তের দাগ দেখে পুলিশ ডাকতে বাধ্য হয় তারা। এই পরিস্থিতিতে ভানু ও নিশা দ্রুত পালিয়ে যায়। কিন্তু তাদের ভাগ্য কী হবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। যার উত্তির মিলেছে সাম্প্রতিক প্রোমোতে!
দেখা গেল জিৎ বসু নতুন পরিকল্পনা করছে। সেটা বুঝে উজি তার দিদিকে সতর্ক করে দেয় যে, জিৎ বাসু বড় দিনের পার্টিতে আসছে এবং নিশা যাতে তার প্রমাণ লোপাট করে ফেলে। নিশা বোনকে চিন্তা করতে বারন করে। নিশা তারপরেই সান্তা ক্লজ সেজে ঋষির বাড়িতে কেক নিয়ে হাজির হয়, কিন্তু শীঘ্রই জিৎ বাসু তাকে ধরে ফেলে। তার প্রশ্ন, “আপনারই পায়ে গুলি লেগেছিল, তাই না?” পর মুহুর্তেই নিশার মুখোশ সরিয়ে ফেলে সে!
আরও পড়ুনঃ বড়দিনে প্রেমের ছবিতেই ডিভোর্স জল্পনায় ইতি! সমাজ মাধ্যমে প্রেমের প্রকাশ, ভাঙনের গুঞ্জন উড়িয়ে উদয়-অনামিকার সম্পর্ক অটুট! বিশেষ দিনে কী লিখলেন দম্পতি?
নিশাকে দেখে, জিৎ বসু চমকে যায়! এবার কি তবে নিশা সত্যিই ধরা পড়তে চলেছেন? উজি কি আবার দিদির পাশেই দাঁড়াবে? নাকি ঋষির ভালোবাসায় অন্যায় থেকে সরে আসবে সে? উত্তর মিলবে পরবর্তী পর্বে! নিঃসন্দেহে এই নতুন মোড় ধারাবাহিকের আসন্ন পর্বগুলোকে আরও রোমাঞ্চকর করে তুলছে! ‘জোয়ার ভাঁটা’ বড়দিনে বড় চমক নিয়ে, আবারও শিহরণ জাগানো পর্ব হাজির করতে চলেছে।
