একজন মা ও তাঁর সন্তানের সম্পর্ক অদ্বিতীয় এবং অবিচ্ছেদ্য। একদিকে যেমন মা সন্তানের প্রতি অবিচল ভালোবাসা দেখান, তেমনি অন্যদিকে সন্তানদের বড় হতে হতে কিছুটা দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক। একটা সময়ের পর মা-বাবার সঙ্গ থেকে অনেকটা আলাদা হয়ে যায় সন্তানরা, নিজের মতো করে জীবন গড়ার তাড়নায়। এমনই একটি গল্প শোনা গেল টলিউডের প্রখ্যাত অভিনেত্রী লাবণী সরকারের (Laboni Sarkar) কণ্ঠে। যেখানে তিনি তার ‘অনস্ক্রিন ছেলে’ দেবের (Dev) জন্মদিনে করলেন স্মৃতিচারণ।
অভিনেত্রী কথায়, দেবের সঙ্গে তাঁর সম্পর্কটা পর্দার মায়ের আর ছেলের সম্পর্কের চেয়ে অনেক বেশি ঘনিষ্ঠ ছিল। তারা একসঙ্গে বহু ছবি করেছেন, যার মধ্যে ‘চ্যালেঞ্জ’ ছবিটি প্রথম বলে, ছিল অত্যন্ত কাছের। শুটিংয়ের সময় একসাথে অনেকটা সময় কাটানোর ফলে তাদের মধ্যে এক ধরনের আত্মীয়তার তৈরি হয়েছিল। কলকাতা থেকে কুয়ালালামপুর, প্রায় সারা বিশ্বের নানান জায়গায় শুটিং করতে গিয়ে একে অপরের সঙ্গে তারা বহুদিন কাটিয়েছিলেন।
লাবণীর স্মৃতিতে সেই দিনগুলো আজও উজ্জ্বল। যেখানে পুরো ইউনিটটা একসাথে ছিল, সবকিছু যেন ছিল এক পরিবারের মতো। তবে সময়ের সাথে সাথে দেউ সম্পর্কে কিছুটা পরিবর্তন আসে। লাবণী স্বীকার করেছেন যে, একসময় পর্দার ছেলে দেবের সঙ্গে তার সম্পর্ক যতটা নিবিড় ছিল, এখন সেটা ততটাই দূরে চলে গিয়েছে! তবে, এতে কোন আক্ষেপ নেই তাঁর। তিনি বলেছেন, ‘সন্তানরা বড় হলে মায়ের সঙ্গে দূরত্ব বাড়ে, আমার ক্ষেত্রেও তাই হয়েছে!
তবে অভিযোগ নেই, কারণ জীবনটাই এমন।’ এদিন তিনি আরও বলেন, দেব খুব দুষ্টু ছিল। কথা শুনতে চাইত না, তখন লাবণী মায়ের মতোই যত্নশীল ভাবে সবটা সামলাতেন। শুটিংয়ের ফাঁকে দেবের নানা কাণ্ডকারখানা তাকে খুব মজা দিতো। কুয়ালালামপুরের হোটেলে লাবণী যে রুমে থাকতেন, সেখানে রোজই আসতো দেব। কখনও ফ্রিজ খুলে খাবার নিতে, আবার কখনও বিছানায় শুয়ে শুয়ে গল্প করতে। তাদের মধ্যে ছিল এক সহজ, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
আরও পড়ুনঃ সান্তা-ক্লজ সেজে পালাতে গিয়ে, জিৎ বসুর ফাঁদে পড়লো নিশা! উজিই ধরিয়ে দেবে দিদিকে, সব অপরাধ হবে শেষ! ‘জোয়ার ভাঁটা’র রুদ্ধশ্বাস পরিস্থিতি, বড়দিনে আসছে চমক!
যেন একে অপরকে অনেকদিন ধরে জানেন। আজও যখন লাবণী সেসব সময় মনে করেন, তার চোখে জল চলে আসে। কিন্তু, জীবনের পথে যেমন সবকিছু বদলায়। তেমনি দেবও এখন একজন সুপারস্টার। সেই ছোট্ট ছেলেটি আজ টলিউডের এক বড় নাম। লাবণী তাকে খুব ভালো করেই জানেন, তার পরিশ্রম এবং অধ্যবসায় তাকে এখানে পৌঁছে দিয়েছে। তার বিশ্বাস, দেব আরও বড় হবে। শুধু অভিনেতা নয়, একজন সফল প্রযোজকও হবে।
