জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

প্রোমো, প্রচার, বিয়ের জাঁকজমকের পরেও টিআরপিতে ভরাডুবি! দীর্ঘ প্রতীক্ষিত আর্য-অপর্ণার বিয়েতেও লাভ হল না! দিতিপ্রিয়া সরে দাঁড়ানোর পর ঝামেলা মেটার কথা ছিল, তবুও টিআরপিতে শীর্ষ পাঁচ থেকে ছিটকে ‘চিরদিনই তুমি যে আমার’ প্রতিপক্ষ ধারাবাহিকের কাছে স্লট হারাল!

জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ (Chirodini Tumi Je Amar) নিয়ে দর্শকদের যে উৎসাহ এবং উত্তেজনা সমাজ মাধ্যমে চোখে পড়ে, বাস্তবে যেন ঠিক তার বিপরীত চিত্র ধরা পড়ল টিআরপি (TRP) তালিকায়! সম্প্রতি ধারাবাহিকে দেখানো হয়েছে সেই দীর্ঘ প্রতীক্ষিত আর্য এবং অপর্ণার বিয়ে, যেটা নিয়ে বছরের শুরুতেই ধারাবাহিকটি ঘরে একটা আলাদা আকর্ষণ তৈরি হয়েছিল। অনেকেই শুধুমাত্র আর্য-অপর্ণার বিয়ে দেখার জন্যই ধারাবাহিকটি এতদিন দেখে এসেছেন।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, ধারাবাহিকের শুরু থেকে আর্য চরিত্রে অভিনয় করছেন জিতু কমল আর তাঁকে নিয়ে দর্শকদের একটা আলাদাই ভালো লাগার জায়গাও আছে। অন্যদিকে অপর্ণার চরিত্রে শুরুতে অভিনয় করছিলেন দিতিপ্রিয়া রায়। কিন্তু শুরুর কয়েক মাসের মধ্যেই তাঁর সহ অভিনেতার সঙ্গে মনোমালিন্য এবং কিন্তু ব্যক্তিগত সমস্যা দেখা দেয়। এরপর সাময়িকভাবে সব ঠিকও হয়ে যায় এবং টিআরপিতে শীর্ষস্থানও লাভ করে ধারাবহিকটি।

তবে, মাস দুয়েক আগে আবারও দিতিপ্রিয়া অভিযোগ করেন যে তাঁর সমস্যা হচ্ছে। তখন ধারাবাহিকের দর্শকরা উল্টে অভিনেত্রীকেই দোষারোপ করে বলেন, ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি থাকা এমন আচরণ করছেন তিনি। অভিনেত্রীর এই সমস্যার কারণে ধারাবাহিকের গল্পে প্রভাব পড়ছে বলে দাবি করেছিলেন অনেকেই। সমাজ মাধ্যমে লাগাতার কটাক্ষ এবং সমালোচনার জেরে, দিতিপ্রিয়া সরে দাঁড়ান বিয়ের ট্র্যাক শুরু হওয়ার কিছুদিন আগেই। ফলে, অপর্ণা চরিত্রের রাতারাতি অভিনেত্রী বদল ঘটে।

নতুন অপর্ণা হিসেবে আনা হয় ঝাড়গ্রাম থেকে উঠে আসা নবাগতা অভিনেত্রী শিরিন পালকে। দর্শকরা অনুমান করেছিলেন নতুন অভিনেত্রী সঙ্গে জিতুর জুটি আগের আর্য-অপর্ণা জুটির জনপ্রিয়তাকেও ছাপিয়ে যাবে। এরপরে আসে সেই বহু প্রতিষ্ঠিত বিয়ের পর্বগুলো। প্রথমত খুব তাড়াহুড়োই দেখানো হয় প্রতিক্ষিত দৃশ্য, এছাড়াও যে রাজকীয়তা প্রত্যাশা করেছিলেন দর্শক সেটাও অধরাই থেকে যায়। আর এইসবের সরাসরি প্রভাব গিয়ে পড়েছে, চলতি সপ্তাহে টিআরপি তালিকায়।

উল্লেখ্য, দিতিপ্রিয়া ধারাবাহিকটি ছেড়ে দেওয়ার পর থেকেই টিআরপির পতন যথেষ্ট স্পষ্ট ছিল। তবে আগের সপ্তাহে দর্শকরা আশা করেছিলেন, বিয়ের পর্বগুলিতে টিআরপির কিছুটা উন্নতি হবে। কিন্তু, সব আশা ব্যর্থ করে এই সপ্তাহে টিআরপিতে শীর্ষ পাঁচ থেকেই ছিটকে গেল ধারাবাহিকটি! শুধু তাই নয়, বেশ খানিকটা নম্বরের ব্যবধানে প্রতিপক্ষ ধারাবাহিকের কাছে স্লট হারাও হতে হয়েছে! এতদিন অভিনেত্রীকে নিয়ে সমস্যা এবং ঘনিষ্ঠ দৃশ্যের অভাবে ধারাবাহিকের উন্নতি হচ্ছিল না বলে সমাজ মাধ্যমে দাবি করা হয়েছিল।

দিতিপ্রিয়া ছেড়ে দেওয়ায়, বর্তমানে সব মিটে গিয়েছে। তাছাড়াও, দীর্ঘ প্রতীক্ষিত আর্য অপর্ণার বিয়ে দেখিয়েও শীর্ষস্থান তো দূরের কথা, নিজের জায়গাও ধরে রাখতে পারল না ধারাবাহিকটি! যদিও চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনও গাফিলতি ছিল না। আর্য-অপর্ণার বিয়ে উপলক্ষে, জি বাংলার তরফে নিত্য-নতুন প্রোমো থেকে শুরু করে বিভিন্ন রকম প্রচার কৌশলও অবলম্বন করা হয়েছিল। পরিস্থিতিতে প্রশ্ন উঠছে এবার দায় কার?

Piya Chanda

                 

You cannot copy content of this page