কম্পিউটার সায়েন্সে বি টেক পাশ করা এক তরুণী এবার ছোটপর্দার কেন্দ্রীয় নায়িকা হতে চলেছেন। বিরাটির মেয়ে সম্পূর্ণা রক্ষিত অভিনয়ে নতুন হলেও তাঁর শিক্ষাগত পরিচয় ইতিমধ্যেই দর্শকের কৌতূহল বাড়িয়েছে। অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের নতুন ধারাবাহিকের মুখ হিসেবে তাঁর নাম সামনে আসতেই শুরু হয়েছে আলোচনা। পড়াশোনা আর অভিনয়ের এই ব্যতিক্রমী সংমিশ্রণই তাঁকে আলাদা করে তুলেছে।
এই খবর প্রকাশ্যে আসার পর আনন্দবাজার ডট কম প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার স্নিগ্ধা বসুর সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেন। যদিও ধারাবাহিকের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে নতুন নায়িকা হিসেবে সম্পূর্ণাকে বেছে নেওয়ার সিদ্ধান্তে সংস্থা যথেষ্ট আত্মবিশ্বাসী। তাঁদের মতে আধুনিক মনন আর বাস্তব অভিজ্ঞতার ছাপ থাকবেই এই নতুন চরিত্রে।
এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন অভিনেতা রাহুল মজুমদার। মধ্যবিত্ত পরিবারের গল্পের সঙ্গে জুড়ে থাকবে রাজনৈতিক প্রেক্ষাপটও। কাহিনিতে সম্পূর্ণা এক রাজনৈতিক নেতার মেয়ে আর রাহুল তাঁর বাবার সহকারী। কাজের সূত্রেই দুজনের আলাপ বন্ধুত্বে রূপ নেবে আর ধীরে ধীরে সেই বন্ধুত্ব প্রেমে পরিণত হবে।
রাহুলকে শেষবার দেখা গিয়েছিল অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে। মাত্র তিন মাসের মধ্যেই সেই ধারাবাহিক শেষ হয়ে যাওয়ায় খানিকটা মনখারাপ হয়েছিল তাঁর। তার আগেও তিনি হরগৌরী পাইস হোটেল এবং খুকুমণি হোম ডেলিভারিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এই ধারাবাহিকগুলির মাধ্যমে একাধিক নতুন অভিনেত্রীর উত্থান ঘটেছে।
আরও পড়ুনঃ ‘বড় সুযোগ পেয়ে বিচলিত হলে চলবে না, আমি ভিতরে বাইরে একই মানুষ…সারাজীবন বাবা-মাকে গর্বিত করতে হবে!’ বর্ধমান থেকে বড়পর্দা, দেবের নায়িকা হয়েও শিকড় ভুলতে নারাজ জ্যোতির্ময়ী কুণ্ডু! জানেন, কেমন ছিল তার অভিনেত্রী হওয়ার গল্প?
নতুন ধারাবাহিকে রাজনীতি আর ব্যক্তিগত সম্পর্কের মেলবন্ধন দর্শকের আগ্রহ বাড়াবে বলেই মনে করা হচ্ছে। সম্পূর্ণা রক্ষিতের জন্য এটি শুধুই অভিনয়ে আত্মপ্রকাশ নয় বরং সম্পূর্ণ নতুন এক যাত্রার শুরু। পড়াশোনা থেকে অভিনয় এবং গল্পে রাজনীতির ছোঁয়া সব মিলিয়ে এই ধারাবাহিক ছোটপর্দায় নতুন রঙ যোগ করবে বলেই প্রত্যাশা।
