জি বাংলার ‘জোয়ার ভাঁটা’ (Jowar Bhanta) ধারাবাহিকের আজকের পর্বের শুরুতেই দেখা যায়, নিশা ক্রিসমাস পার্টি উপলক্ষে ঋষির বাড়ি এসে উপস্থিত হয়। ঋষির কাকা নিশাকে জানতে চায় যে ঋষির এমন গুরুতর অবস্থায় সে একবারও দেখতে এলো না কেন! সে কি জানত না, এমন কিছু ঘটেছে! নিশা বলে যে সে কাজ নিয়ে খুব ব্যস্ত থাকায় আর আসতে পারেনি, তাছাড়া কাজের সুত্রে কিছুদিন কলকাতার বাইরে ছিল সে।
এরপর খেয়া নিশাকে নিয়ে যায় ঋষির কাছে। সেখানে গিয়ে নিশা দেখে যে ঋষি ঘুমাচ্ছে, আর তারই মধ্যে উজি চলে আসে। সে খেয়াকে নিচে যেতে বলে, নিশাকে বোঝাতে থাকে আলাদা করে যে সে। কিন্তু নিশা কিছুতেই শুনতে নারাজ। নিশাকে যে জিৎ বসু কোনও উদ্দেশ্য নিয়েই আসতে বলেছে, সেই কোথাও উজি বলে। নিশা জানায় যে কোনও ভাবেই পুলিশ তাকে ধরতে পারবে না।

এরপর পার্টি শুরু হয়, জিৎ বসুও এসে পড়ে। সে এসেই নিশার খোঁজ করতে থাকে। ততক্ষণে ঋষিও চলে এসে, জিৎ জানায় যে, অপরাধী এবার ধরা পড়বেই। কারণ এবার সে পালানোর সময়, জিৎ পায়ে গুলি করে দিয়েছিল আর সেই ক্ষত দেখেই ধরা যাবে তাকে। উজির ভয় হতে থাকে দিদির কথা ভেবে। পার্টি এদিকে জমে ওঠে কিন্তু দাদু সান্তাক্লজ ছাড়া ভালো লাগছে না বলে বায়না ধরেছে।
এরপর একজন হঠাৎ সান্তা সেজে হাজির হয়ে সবাইকে গিফট দিতে থাকে, জানা যায় ওটা নিশা। কিন্তু জিৎ হঠাৎ তার দিকে বন্দুক তাক করে বলে যে এবার সে ধরা পড়ে গেছে! উজির বুক কেঁপে ওঠে এবং সে প্রতিবাদ করে যে দিদিকে অফিসার এমন কেন বলছে। এরপর পা দেখাতে বলে জিৎ নিশাকে। নিশা রাজিও হয়ে যায় কিন্তু উজির ভয় হতে থাকে যে এবার ধরা পরেই যাবে তারা।
আরও পড়ুনঃ পার্নোর দল বদলে কতটা ক্ষতিগ্রস্ত হলো বিজেপির শিবির? তারকা মুখ হয়ে তৃণমূলে কি তবে টিকিট পেতে চলেছেন দল বদলানো নায়িকা? কি বলছে টলিপাড়া?
কিন্তু নিশা পা দেখাতেই উজি অবাক হয়ে যায়। পায়ের ক্ষতটাই আর নেই! স্বাভাবিকভাবে আবার নিশা নির্দোষ প্রমাণিত হয় এবং অপমানিত বোধ করে রেগে পার্টি থেকে চলে যায়। বাড়িতে ফিরতেই ভানু জানতে চায়, কীকরে বাঁচল সে জিৎ বসুর হাত থেকে। নিশা বলে, আগে থেকেই জানত যে এমন কিছু হবে তাই পায়ের ক্ষত ঢাকতে বিশেষজ্ঞর কাছে গিয়েছিল। রেগে গিয়ে নিশা এবার জিৎ বসুকেও ধ্বংসের খেলায় নেমে পড়ে।
