শেষরক্ষা হল না। মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর প্রয়াত হলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবণী বণিক। সোমবার সকাল প্রায় ন’টা নাগাদ হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক সপ্তাহ ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল এবং চিকিৎসকদের সব চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
জানা গিয়েছে, শ্রাবণী দীর্ঘদিন ধরে ফুসফুসের অ্যাডেনোকার্সিনোমা অর্থাৎ ফুসফুসের ক্যানসার এবং মেটাস্টেসিসে ভুগছিলেন। অসুস্থতার কারণে তাঁকে নিয়মিত হাসপাতালে ভর্তি থাকতে হচ্ছিল। শেষের দিকে শারীরিক দুর্বলতা এতটাই বেড়ে যায় যে পরিস্থিতি আর নিয়ন্ত্রণে রাখা যায়নি।
ক্যানসারের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় শ্রাবণীর ছেলে অচ্যুত আদর্শ মায়ের চিকিৎসার জন্য সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তিনি বিভিন্ন প্ল্যাটফর্মে অর্থ সংগ্রহের চেষ্টা করেন এবং সাধারণ মানুষের কাছে সহযোগিতার অনুরোধ জানান। প্রায় ১২ লক্ষ টাকার চিকিৎসা খরচের কথাও তিনি উল্লেখ করেছিলেন।
এই আবেদন ঘিরে বহু মানুষ সহানুভূতির হাত বাড়িয়ে দিলেও শেষ পর্যন্ত চিকিৎসা সম্পূর্ণ করা সম্ভব হয়নি। শারীরিক অবস্থা ক্রমেই জটিল হয়ে ওঠে এবং সব চেষ্টা ব্যর্থ করে শ্রাবণী চলে যান না ফেরার দেশে। সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে।
আরও পড়ুনঃ “ভালোবাসা প্রচারের বিষয় নয়, অনুভবের”—জন্মদিন নয় তবু উপহারে ভরে উঠলো অঙ্কিতার ক্রিসমাস! নেপথ্যে কে সেই মানুষ, যাঁর ভালোবাসায় এতটা আলোকিত গায়িকার মন? কাকে মন দিয়েছেন তিনি?
টেলিভিশন ও বড়পর্দা দুই মাধ্যমেই শ্রাবণীর অভিনয় দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল। লালকুঠি, রাঙা বউ, গোধূলী আলাপ, সোহাগ চাঁদের মতো ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়। চলচ্চিত্র আলো ও চাঁদের বাড়িতেও তাঁকে দেখা গিয়েছিল। সোহাগ চাঁদই ছিল তাঁর শেষ অভিনীত ধারাবাহিক। আজ বিকেলে নিমতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
