অনস্ক্রিন রসায়ন থেকে অফস্ক্রিন খুনসুটি মিলিয়ে ‘আরাত্রিকা মাইতি’ (Aratrika Maity) এবং ‘অভিষেক বীর শর্মা’কে (Abhishek Veer Sharma) নিয়ে দর্শকদের কৌতূহল যেন দিনদিন বাড়ছে। ধারাবাহিক ‘জোয়ার ভাঁটা’য় (Jowar Bhanta) তাঁদের অভিনয় যেমন নজর কেড়েছে, তেমনই শুটিংয়ের বাইরের মুহূর্তগুলোও বারবার আলোচনায় এসেছে। বিশেষ করে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিও আর ছবিই জল্পনায় নতুন করে হাওয়া দিয়েছে। আলাদা করে কিছু না বললে
ও দুজনের মধ্যে একটা সুন্দর রসায়ন আছে, যা আজকাল খুব একটা দেখা যায় না।
এই গুঞ্জনের বড় কারণ ছিল, কিছুদিন আগে আরাত্রিকার জন্মদিন উপলক্ষে ঘুরতে গিয়ে সমুদ্র সৈকতে করা একটি ভিডিও। এছাড়াও কয়েকদিন আগে, শুটিংয়ের ফাঁকে একটি হালকা মজার খেলার ক্লিপ এখন রীতিমতো ভাইরাল! সেখানে ‘প্রপোজ’ করার অভিনয়ে কয়েকটি সংলাপ ভাইরাল হতেই অনেকে ধরে নিয়েছেন, বাস্তবেও বুঝি অন্য কিছু চলছে। আর এই নিয়ে ভক্তদের দাবি ক্রমশ জোরালো হয়েছে। কেউ কেউ তো সরাসরি চেয়েছেন, এবার নাকি আনুষ্ঠানিক ঘোষণাই হোক!
কিন্তু এতদিন নীরব থাকলেও অবশেষে এই বিষয়েই মুখ খুললেন দুজন। এদিন অভিষেক বীর শর্মা স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে, আরাত্রিকার সঙ্গে তাঁর সম্পর্ক বন্ধুত্বের গণ্ডিতেই। তিনি আরও বলেন, বহু বছর আগেই আরাত্রিকাকে চেনেন এবং বরাবরই ইচ্ছে ছিল একসঙ্গে কাজ করার। সেই সুযোগ পাওয়াতেই কাজের সূত্রে বন্ধুত্বটা আরও গভীর হয়েছে। তবে এই বোঝাপড়াকে প্রেমের রঙ দেওয়ার কোনও কারণ নেই বলেই তাঁর মত!
কাজের সুবিধা আর পরস্পরের প্রতি সম্মান, এইটুকুই তাঁদের সমীকরণের মূল ভিত্তি।
অন্যদিকে, আরাত্রিকার বক্তব্যও একই সুরে বাঁধা। তিনি জানিয়েছেন যে এই মুহূর্তে তাঁর কাছে কেরিয়ারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন কাজ, নিজের জায়গা তৈরি করার লক্ষ্যেই তিনি মন দিতে চান। প্রেম বা সম্পর্ক নিয়ে এখনই ভাবার সময় নেই বলেই সাফ জানিয়েছেন অভিনেত্রী! পাশাপাশি তিনি এটাও বলেছেন, অভিষেক তাঁর খুব কাছের বন্ধু এবং সেই বন্ধুত্বটুকু নষ্ট হোক, সেটা তিনি কোনওভাবেই চান না। তাঁর মতে, বন্ধুত্ব থাকাটাই এখন সবচেয়ে স্বস্তির।
আরও পড়ুনঃ প্র’য়াত ‘রাঙা বউ’ ধারাবাহিকের প্রিয় মুখ, অভিনেত্রী শ্রাবণী বণিক! দীর্ঘ অসুস্থতার পর, অবশেষে চিরবিদায় বাংলা ধারাবাহিকের ‘মা’য়ের! টেলিপাড়ার শো’কের ছায়া!
সব মিলিয়ে বলতেই হয়, ভক্তদের কল্পনায় যে গল্প তৈরি হয়েছে এতদিন ধরে, বাস্তবটা তার থেকে অনেকটাই আলাদা। অনস্ক্রিনে জুটি হিসেবে তাঁরা সফল আর অফস্ক্রিনে ভাল বন্ধু, এই দুই পরিচয়েই আপাতত স্বচ্ছন্দ আরাত্রিকা ও অভিষেক। ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলবে। তবে এই মুহূর্তে গুঞ্জনের মাঝে দাঁড়িয়ে দুজনেই বুঝিয়ে দিলেন, বাস্তব জীবনে কোনও বিশেষ সম্পর্কের পথে হাঁটছেন না তাঁরা!
