সোশ্যাল মিডিয়ার দৌলতে আজ তারকাদের জীবনের প্রতিটা মুহূর্ত পৌঁছে যায় দর্শকের হাতের মুঠোয়। ছবি পোস্ট করা হোক বা ব্যক্তিগত মতামত, সবকিছুরই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আসে নেটদুনিয়া থেকে। কখনও সেই প্রতিক্রিয়া প্রশংসার, আবার অনেক সময়ই তা বদলে যায় কটাক্ষ আর ট্রোলিংয়ে। ২০২৫ সালেও টলিউডের একাধিক তারকা এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, যেখানে তাঁদের কাজ নয়, বরং ব্যক্তিগত জীবন বা মন্তব্য হয়ে উঠেছে শিরোনাম।
বরাবরের মতোই বিতর্কে নাম উঠে এসেছে নুসরত জাহানের। জন্মাষ্টমী পালন করা নিয়ে ধর্মীয় প্রশ্ন তুলে তাঁকে কটাক্ষ করা হয়। যদিও এসব ট্রোলকে বিশেষ গুরুত্ব না দিয়ে নিজের পরিবার আর কাজেই মন দিয়েছেন নায়িকা। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে বছরের শেষদিকে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। মেসির সঙ্গে ছবি পোস্ট করার পরেই ক্ষুব্ধ জনতার রোষ গিয়ে পড়ে তাঁর উপর। তবে নীরব না থেকে সাহসের সঙ্গে ট্রোলারদের জবাব দিয়েছেন শুভশ্রী।
কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টোরাজের ক্ষেত্রেও ট্রোলিং যেন নিত্যদিনের সঙ্গী। এবার কটাক্ষের নিশানা হয় তাঁদের ছোট্ট মেয়ে কৃষভি। সন্তানের বিষয়ে কুরুচিকর মন্তব্যে চুপ না থেকে শ্রীময়ী স্পষ্ট ভাষায় প্রতিবাদ জানান। একইভাবে দিতিপ্রিয়া রায়ও ২০২৫ সালে সবচেয়ে বেশি আলোচিত নামগুলোর একটি। ধারাবাহিক ছাড়ার পরেও সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে শুরু হয় বয়কটের ডাক। তবু কোনও প্রতিক্রিয়া না দিয়ে তিনি নিজেকে আড়ালেই রেখেছেন।
নাচের মঞ্চ থেকেও বিতর্কের জন্ম দেয় দেবলীনা দত্তের একটি পরিবেশনা। রবীন্দ্রনাথের নৃত্যনাট্যের সঙ্গে ভিন্ন গানের সংযোজন নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিচারক মমতা শঙ্কর প্রকাশ্যেই আপত্তি জানান, যার জেরে ট্রোলিংয়ের মুখে পড়েন দেবলীনা। অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি মন্তব্য ভাষা বিতর্ক উসকে দেয়। পরে অবশ্য ভুল স্বীকার করে বাংলা ভাষার প্রতি তাঁর শ্রদ্ধার কথা জানান তিনি।
আরও পড়ুনঃ “আমার আসল পরিচয় কোয়েল মল্লিক না!” রুপোলি পর্দায় প্রথম পদক্ষেপেই বদলে গেল সবটা! ইন্ডাস্ট্রিতে প্রবেশের সঙ্গে বদলে ফেলতে হয়েছিল আসল পরিচয়! কীভাবে তিনি হয়ে উঠলেন টলিউডের শালীনতার মুখ? আড়ালে লুকিয়ে থাকা গল্প, প্রকাশ্যে আনলেন অভিনেত্রী!
সবশেষে বিতর্কে জড়ান মমতা শঙ্কর নিজেও। স্যানিটারি প্যাড নিয়ে তাঁর মন্তব্য ঘিরে সমাজ মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়। পাশাপাশি ঋজু বিশ্বাসের ব্যক্তিগত চ্যাট ফাঁস হয়ে যাওয়ায় ট্রোলিং পৌঁছয় চরমে, এমনকি তাঁর অসুস্থ মাকেও ছাড়েনি কটাক্ষ। সব মিলিয়ে ২০২৫ সাল যেন টলিউড তারকাদের জন্য কাজের পাশাপাশি সহনশীলতারও বড় পরীক্ষা হয়ে উঠেছে।
