জয়েন গ্রুপ

বাংলা সিরিয়াল

এই মুহূর্তে

২০২৬-এর বর্ষবরণ! বিতর্ক পিছনে ফেলে ব্যাংককের রাস্তায় চুম্বনে নতুন বছরকে আমন্ত্রণ রাজ-শুভশ্রীর!

নতুন বছর মানেই রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনে ভালোবাসার প্রকাশ্য উদযাপন। ২০২৬-কে স্বাগত জানাতেও তার ব্যতিক্রম হয়নি। ব্যস্ততার মাঝেই সপরিবারে বিদেশে পাড়ি দিয়েছেন তারকা দম্পতি। ব্যাংককের রাস্তায় একে অপরের ঠোঁটে ঠোঁট রেখে নতুন বছরকে বরণ করে নেওয়ার সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন শুভশ্রী নিজেই। মাত্র তিন শব্দের বার্তা হ্যাপি ২০২৬। মুহূর্তের মধ্যেই সেই ছবি ভাইরাল হয়ে যায় এবং শুরু হয় আলোচনা।

সম্প্রতি ক্ষুদিরাম সংলাপ বিতর্কে রাজ চক্রবর্তী সমালোচনার মুখে পড়েছিলেন। আসন্ন ছবি হোক কলরবকে ঘিরে বিতর্কের রেশ তখনও কাটেনি। কিন্তু বছরের শেষ লগ্নে সেই সব চাপ দূরে সরিয়ে পরিবারকে সময় দিতেই বিদেশ সফর। দুই সন্তানের বাবা মা হলেও রাজ শুভশ্রীর উই টাইমে কখনও ভাটা পড়ে না। নতুন বাবা মা হিসেবেও নিজেদের সম্পর্কের উষ্ণতা আগের মতোই বজায় রেখেছেন তাঁরা।

প্রকাশ্যে চুম্বনের ছবি দেখে নেটদুনিয়ায় যেমন প্রশংসা এসেছে তেমনই কটাক্ষও উড়ে এসেছে। কেউ কেউ একে ভারতীয় সংস্কৃতির পরিপন্থী বলেও আক্রমণ করেছেন। তবে ট্রোলকে পাত্তা না দেওয়াই রাজ শুভশ্রীর পুরনো অভ্যাস। এর আগেও এমন বিতর্কে রাজ স্পষ্ট জানিয়েছিলেন নিজের স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশে তাঁর কোনও দ্বিধা নেই। সেই অবস্থানেই অনড় থেকেছেন তিনি।

চুম্বনের ছবির পাশাপাশি সন্তানদের সঙ্গেও ছুটির নানা মুহূর্ত ভাগ করে নিয়েছেন রাজ। ইউভান ও ইয়ানিলিকে নিয়ে ব্যাংককের ডলফিন শো দেখার ভিডিও ইতিমধ্যেই মন কেড়েছে অনুরাগীদের। পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এই তারকা দম্পতি এবং সেই ছবিই বারবার উঠে আসে তাঁদের পোস্টে। কাজের ব্যস্ততার মাঝেও পরিবার যে তাঁদের কাছে সবচেয়ে বড় প্রাধান্য পায় তা স্পষ্ট।

২০২৫ সাল শুভশ্রীর কেরিয়ারে ছিল বেশ উল্লেখযোগ্য। একের পর এক ছবিতে প্রশংসিত হয়েছেন তিনি। ওয়েব সিরিজেও তাঁর অভিনয় নজর কেড়েছে। অন্যদিকে ছুটি শেষে দেশে ফিরেই হোক কলরব ছবির প্রচারে ব্যস্ত হয়ে পড়বেন রাজ চক্রবর্তী। নতুন বছরের শুরুটা তাই ভালোবাসা পরিবার এবং কাজের প্রতিশ্রুতি নিয়েই করলেন রাজ শুভশ্রী।

Piya Chanda

                 

You cannot copy content of this page